Advertisement

Dark Circle Liver: চোখের নীচে কালচে দাগ, লিভার খারাপের সঙ্কেতও হতে পারে

Dark Circle Liver: প্রাচীন বিশ্বাসে চোখের নীচের কালচে দাগকে লিভারের সমস্যা বলেই ধরা হতো। কিন্তু আধুনিক চিকিৎসাশাস্ত্র জানায়, শুধুমাত্র ডার্ক সার্কেল দেখে লিভারের রোগ নির্ণয় করা যায় না। 

চোখের নীচের কালো দাগ সারাবে মধু, জানুন কীভাবে কাজে লাগাবেনচোখের নীচের কালো দাগ সারাবে মধু, জানুন কীভাবে কাজে লাগাবেন
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 11 Jan 2026,
  • अपडेटेड 11:46 PM IST

Dark Circle Liver: অনেকেই মনে করেন চোখের নীচে কালচে দাগ কেবলমাত্র সৌন্দর্যের সমস্যা। কিন্তু কখনও কখনও এই দাগ লিভারের স্বাস্থ্যের সঙ্গে যুক্ত থাকতে পারে বলেই মনে করেন বিশেষজ্ঞরা।

কোন লক্ষণগুলো লিভারের সঙ্কেত?
শুধু দাগ দেখে বোঝা যায় না এটি লিভারের সমস্যা কি না। এর সঙ্গে আরও কিছু উপসর্গ দেখা গেলে সতর্ক হওয়া জরুরি। যেমন মুখের উজ্জ্বলতা কমে যাওয়া, চোখের নীচে ফোলা বা পাফিনেস, ত্বকে হালকা হলদেটে ভাব, শরীরে সবসময় ক্লান্তি, শক্তি কমে যাওয়া, হজমে সমস্যা বা অস্বস্তি। এই লক্ষণগুলির সঙ্গে যদি চোখের নীচে কালচে দাগ বাড়ে, তবে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন।

চিকিৎসকদের মতামত কী?
প্রাচীন বিশ্বাসে চোখের নীচের কালচে দাগকে লিভারের সমস্যা বলেই ধরা হতো। কিন্তু আধুনিক চিকিৎসাশাস্ত্র জানায়, শুধুমাত্র ডার্ক সার্কেল দেখে লিভারের রোগ নির্ণয় করা যায় না। 

আরও পড়ুন

লিভারের গুরুতর সমস্যায় সাধারণত, জন্ডিস (চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া), পেটে জল জমা, বমিভাব, ক্ষুধামন্দা, রক্ত পরীক্ষায় অস্বাভাবিক ফল, এগুলো দেখা যায়। চোখের নীচে দাগ সাধারণত ঘুম কম হওয়া, জিনগত কারণ, অ্যালার্জি, পানিশূন্যতা অথবা মানসিক চাপের ফলেও হতে পারে।

গুরুতর লিভার সমস্যায় কেন বাড়ে দাগ?
লিভারের কাজ কমে গেলে শরীরে টক্সিন জমতে থাকে। এতে ত্বক নিস্তেজ হয়, পিগমেন্টেশন বাড়ে এবং চোখের নীচে দাগ গাঢ় হতে পারে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদি লিভার সমস্যার প্রায় ২০% ক্ষেত্রে চোখের নীচে দাগ বাড়তে দেখা যায়। তবে ক্লান্তি, দুর্বলতা বা হজম সমস্যা দীর্ঘদিন থাকলে অবশ্যই চিকিৎসকের কাছে গিয়ে রক্ত পরীক্ষা করানো জরুরি।

 

Read more!
Advertisement
Advertisement