Advertisement

Dengue Mosquito: ডেঙ্গির মশা দেখতে কেমন, কখন কামড়ায়, চিনবেন কী করে?

Dengue Mosquito, Aedes Aegypti: বর্ষা শুরু হয়ে গিয়েছে। বর্ষার সঙ্গেই মশাবাহিত রোগের প্রকোপ বৃদ্ধির আশঙ্কাও রয়েছে। ইদানীং, ডেঙ্গির (Dengue) প্রকোপ বেশ বাড়ছে। এডিস মশার কামড়ে ডেঙ্গি হয়। কিন্তু এডিস মশা চিনবেন কীকরে? জেনে নিন...

বর্ষা শুরু হয়ে গিয়েছে। বর্ষার সঙ্গেই মশাবাহিত রোগের প্রকোপ বৃদ্ধির আশঙ্কাও রয়েছে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jul 2023,
  • अपडेटेड 9:55 AM IST
  • বর্ষা শুরু হয়ে গিয়েছে।
  • বর্ষার সঙ্গেই মশাবাহিত রোগের প্রকোপ বৃদ্ধির আশঙ্কাও রয়েছে।
  • ইদানীং, ডেঙ্গির (Dengue) প্রকোপ বেশ বাড়ছে।

Dengue Mosquito, Aedes Aegypti: বাংলায় বর্ষা শুরু হয়ে গিয়েছে। বর্ষার সঙ্গেই মশাবাহিত রোগের প্রকোপ বৃদ্ধির আশঙ্কাও রয়েছে। যেমন, ইদানীং বাড়ছে ডেঙ্গির (Dengue) প্রকোপ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ডেঙ্গির উপসর্গগুলি আগের তুলনায় অনেকটাই বদলে গিয়েছে। তাই রোগ চিনতেই অনেকটা দেরি হয়ে যাচ্ছে। ফলে অধিকাংশ ক্ষেত্রেই রোগীর চিকিৎসাতেও অনেকটাই দেরি হয়ে যাচ্ছে।

এডিস ইজিপ্টাই (Aedes Aegypti) মশার কামড়ে ডেঙ্গি (Dengue) হয়। এটি স্ত্রী এডিস ইজিপ্টাই মশা আপনার চারপাশের পরিষ্কার জলের পাত্রে এবং গাছপালার গোড়ায় ডিম পাড়ে। এই প্রজাতির মশা পরিষ্কার এলাকায় থাকে এবং সারা বছর সাধারণত গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে বাস করে। এডিস ইজিপ্টাই মশা সম্পর্কে খুঁটিনাটি জেনে নিন...

চিনুন ডেঙ্গির মশা:
•    এডিস ইজিপ্টাই (Aedes Aegypti) মশাই ডেঙ্গি (Dengue) ছড়ায়। এই মশা ছোট, গাঢ় ধুসর রঙের হয়। এডিস ইজিপ্টাই মশার পায়ে জালিকা বা রোঁয়া থাকে।
•    এডিস ইজিপ্টাই (Aedes Aegypti) মশা বেশি উঁচুতে উড়তে পারে না। তাই দাঁড়িয়ে থাকা মানুষ বা প্রাণীর পায়ে, গোড়ালি, হাঁটুতে, কোমর বা হাতে-কনুইতে বেশি কামড়ায়।
•    ডেঙ্গির মশা অর্থাৎ এডিস ইজিপ্টাই অন্যান্য মশার তুলনায় আকারে ছোট হয়।
•    ডেঙ্গির মশা অর্থাৎ এডিস মশা মূলত দিনের বেলায় কামড়ায়।
•    এডিস মশা সূর্যোদয়ের ঘণ্টা দুয়েক পরে এবং সূর্যাস্তের কয়েক ঘন্টা আগে সর্বাধিক সক্রিয় থাকে। অর্থাৎ, সকাল থেকে বিকেল পর্যন্ত এই মশার কামড়ানোর আশঙ্কা সবচেয়ে বেশি থাকে। থাকে। তবে রাতেও এই মশা আপনাকে কামড়াতে পারে।

নিজেকে কীভাবে রক্ষা করবেন?
•    বাড়িতে বা বাড়ির আশেপাশে জল একদম জমতে দেবেন না। 
•    প্রতি ২-৩ দিন অন্তর বাড়িতে নানা পাত্রে রাখা জল পাল্টে ফেলুন।
•    ফুল-হাতা জামা, পায়জামা, ফুল-প্যান্ট পরে থাকুন যাতে শরীরের বেশিরভাগ অংশ ঢাকা থাকে।
•    বাড়ি লাগোয়া নালা-নর্দমায় সপ্তাহে অন্তত দুবার ব্লিচিং পাউডার বা মশা মারার তেল ছড়িয়ে দিন।
•    যখনই ঘুমাবেন, অবশ্যই মশারি টাঙিয়ে শোবেন।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement