Advertisement

Mask Prevent Nipah Virus: মাস্ক পরে নিপা প্রতিরোধ সম্ভব? জানালেন বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ

পশ্চিমবঙ্গে হামলা চালিয়েছে নিপা ভাইরাস। ইতিমধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে ২ নার্স হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। পাশাপাশি একজন নার্স নিপা সন্দেহে ভর্তি রয়েছেন বেলেঘাটা আইডি হাসপাতালে। আবার সরকারের পক্ষ থেকে কন্ট্যাক্ট ট্রেসিং করে (যাঁদের যাঁদের সংস্পর্শে এসেছেন নার্সেরা) ৬০ থেকে ৬৫ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আর এই চিত্র দেখে এটা পরিষ্কার যে পরিস্থিতি ইতিমধ্যেই জটিল দিকে মোড় নিয়ে নিয়েছে। এখন প্রশ্ন হল, এই রোগ প্রতিরোধ করতে পারে মাস্ক?

নিপা থেকে বাঁচাবে মাস্কনিপা থেকে বাঁচাবে মাস্ক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Jan 2026,
  • अपडेटेड 11:25 AM IST
  • পশ্চিমবঙ্গে হামলা চালিয়েছে নিপা ভাইরাস
  • ৬০ থেকে ৬৫ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে
  • এখন প্রশ্ন হল, এই রোগ প্রতিরোধ করতে পারে মাস্ক?

পশ্চিমবঙ্গে হামলা চালিয়েছে নিপা ভাইরাস। ইতিমধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে ২ নার্স হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। পাশাপাশি একজন নার্স নিপা সন্দেহে ভর্তি রয়েছেন বেলেঘাটা আইডি হাসপাতালে। আবার সরকারের পক্ষ থেকে কন্ট্যাক্ট ট্রেসিং করে (যাঁদের যাঁদের সংস্পর্শে এসেছেন নার্সেরা) ৬০ থেকে ৬৫ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আর এই চিত্র দেখে এটা পরিষ্কার যে পরিস্থিতি ইতিমধ্যেই জটিল দিকে মোড় নিয়ে নিয়েছে। 

আর এমন অবস্থায় অনেকের মনেই প্রশ্ন উঠছে যে, মাস্ক পরে কি কোনও লাভ হবে? মাস্কের মাধ্যমে কি আটকানো যাবে নিপা ভাইরাস সংক্রমণ? আর সেই উত্তরটা দিলেন বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ অনির্বাণ দোলুই। 

মাস্ক পরলে কি নিপা আটকানো সম্ভব? 
এই প্রশ্নের উত্তরে ডাঃ দোলুই বলেন, 'মাস্ক পরতে হবে। মাস্ক পরলে শুধু নিপা কেন, অনেক ভাইরাসজনিত অসুখ থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।'

কেন মাস্ক পরা জরুরি, এই বিষয়টাও বিশদে বুঝিয়েছেন চিকিৎসক। তিনি জানান, নিপা ভাইরাস মানুষের লালার মাধ্যমে ছড়িয়ে যেতে পারে। আর কথা বলার সময় মুখ থেকে তরল বিন্দু বেরয়। সেই তরল বিন্দু সুস্থ মানুষের শরীরে প্রবেশ করলে তাঁরও নিপা সংক্রমণ হতে পারে। তাই বলা হয় মাস্ক পরতে। 

তিনি আরও বলেন, 'আপনার সামনে জ্বর, সর্দি, কাশি নিয়ে থাকা মানুষটির মধ্যে নিপা ভাইরাস রয়েছে কি না, সেটা দেখে বোঝা সম্ভব নয়। সাধারণ সর্দি, কাশির পিছনেও থাকতে পারে নিপা। তাই অবশ্যই মাস্ক পরতে হবে। এটা ভাল অভ্যাস।'

আর কীভাবে ছড়ায়? 
ডাঃ দোলুই নিপা ছড়ানোর বিভিন্ন রাস্তা সম্পর্কে জানালেন-
১. নিপার প্রধান বাহক হল বাদুড়। যাঁরা বাদুড়ের মল, মূত্র বা দেহ রসের সংস্পর্শে আসছেন, তাঁদের হতে পারে সমস্যা। 
২. বাদুড় ফলে কামড় দিতে পারে। তাই ফল থেকেও ছড়াতে পারে এই রোগ।
৩. এছাড়া খেজুরের রসেও বাদুড় মুখ দিতে পারে। তাই সেটা খেলেও হতে পারে রোগ। যদিও গুড় খেলে কোনও সমস্যা নেই। কারণ, রসকে বেশি তাপমাত্রায় জ্বাল দিয়ে গুড় তৈরি করা হয়। তখন ভাইরাস মরে যায়।
৪. এছাড়া শূকরের শরীরে কামড় দিতে পারে বাদুড়। তাই শূকরের মাংস খেলে বা শূকর প্রতিপালনের সঙ্গে যুক্ত থাকলে পিছু নিতে পারে এই রোগ। 

Advertisement

রোগ প্রতিরোধে কী? 

  • খেজুরের রস খাওয়া চলবে না
  • কোনও ফলে কামড়ের চিহ্ন থাকলে, সেটা খাবেন না
  • বাদুড়ের থেকে দূরে থাকুন
  • শূকরের মাংস কিছুদিন বন্ধ থাক
  • নিয়মিত হাত ভালো ধুয়ে নিন

ব্যাস, এই কয়েকটি নিয়ম মেনে চললেই নিপার থেকে দূরত্ব বজায় রাখতে পারবেন।

বিদ্র: এই প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে। কোনও ওষুধ খাওয়ার আগে অবশ্যই নিজের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।
 

 

Read more!
Advertisement
Advertisement