Advertisement

Harmful Medicine for Liver: এই ওষুধগুলি লিভারকে শেষ করে দিচ্ছে, বড় লিস্ট দিলেন মেডিসিনের ডাক্তার

কিছু ওষুধ গোপনেই লিভারের ক্ষতি করে দিতে পারে। তাই আর সময় নষ্ট না করে তেমনই কিছু ওষুধ সম্পর্কে জেনে নিন কলকাতার বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ রুদ্রজিৎ পালের থেকে।

লিভারের জন্য ক্ষতিকর ওষুধলিভারের জন্য ক্ষতিকর ওষুধ
সায়ন নস্কর
  • কলকাতা,
  • 17 Nov 2025,
  • अपडेटेड 9:19 AM IST
  • লিভার শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ
  • এই অঙ্গটি একাধিক জরুরি কাজের সঙ্গে যুক্ত
  • কিছু ওষুধ গোপনেই লিভারের ক্ষতি করে দিতে পারে

লিভার শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এই অঙ্গটি একাধিক জরুরি কাজের সঙ্গে যুক্ত। তাই লিভারকে সুস্থ রাখতেই হবে। নইলে বিপদ হতে পারে। প্রাণ নিয়ে পড়তে পারে টানাটানি।

তবে মাথায় রাখতে হবে, কিছু ওষুধ গোপনেই লিভারের ক্ষতি করে দিতে পারে। তাই আর সময় নষ্ট না করে তেমনই কিছু ওষুধ সম্পর্কে জেনে নিন কলকাতার বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ রুদ্রজিৎ পালের থেকে।

কোন কোন ওষুধে সমস্যা?

এই প্রশ্নের উত্তরে ডাঃ পাল জানান, এমন একাধিক ওষুধ রয়েছে যেগুলি অসতর্ক হয়ে খেলেই লিভারের হাল বিগড়ে যেতে পারে। আর সেগুলি হল-

অ্যান্টিবায়োটিক

অত্যন্ত কার্যকরী এই ওষুধটি যথেচ্ছ ব্যবহার হচ্ছে। যার ফলে এমনিতেই অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতা কমছে। ওষুধগুলি তেমন কাজ করতে চাইছে না। পাশাপাশি অ্যান্টিবায়োটিকের জন্য লিভারের ক্ষতি হওয়ার আশঙ্কাও থেকে যাচ্ছে। তাই বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া এই সব ওষুধগুলি একবারেই খাওয়া চলবে না। অন্যথায় ভুগতে হতে পারে বলে জানালেন ডাঃ পাল।

টিবি-এর ওষুধ

এখনও দেশ থেকে দূর করা যায়নি টিবি। আর কিছু টিবি-এর ওষুধ সরাসরি লিভারের করতে পারে ক্ষতি। তাই এই সব ওষুধ খেলে লিভার ফাংশন টেস্ট মাস্ট। তাহলেই পরিস্থিতি বুঝে ওষুধ বদল করা যেতে পারে।

হার্টের ওষুধ

কিছু হার্টের ওষুধও সরাসরি লিভারের করতে পারে ক্ষতি। এমনকী কোলেস্টেরল কমানোর ওষুধ থেকেও বিপদ হতে পারে। তাই এই ওষুধগুলিও চিকিৎসকের বলে দেওয়া ডোজে খেতে হবে। অন্যথায় বিপদের আশঙ্কা রয়েছে।

প্যারাসিটামল

অত্যন্ত সেফ ওষুধ হল প্যারাসিটামল। তবে কোনও ব্যক্তি যদি হাই ডোজে এই সেফ ওষুধ খেতে থাকেন, তাহলে বিপদ হতে পারে। তাই সাবধান হন। চেষ্টা করুন বিশেষজ্ঞের পরামর্শ মতোই এই ওষুধ খাওয়ার।

পেইনকিলার

শীত পড়ছে। তাই ব্যথাও বাড়ছে। সেই সঙ্গে মানুষ যন্ত্রণা কমানোর ওষুধও খেয়ে চলেছেন। আর এই সব পেইনকিলার খেলেই বিপদের রয়েছে আশঙ্কা। এতে লিভারের হতে পারে ক্ষতি। তাই সাবধান হন। চেষ্টা করুন পেইনকিলার বুঝে খাওয়ার। নইলে বিপদ হতে পারে।

Advertisement

এছাড়াও...

এই সব ওষুধের পাশাপাশি ডায়াবেটিসের কিছু ওষুধ, মৃগির কিছু ওষুধ, কেমো থেরাপির ওষুধ ইত্যাদির জন্য লিভারের ক্ষতি হতে পারে।

এই ওষুধগুলি ভিলেন নয়

ডাঃ পাল পরিষ্কার বলেন, 'এই ওষুধগুলি ভিলেন নয়। প্রয়োজনে সকলকেই এই ওষুধ খেতে হবে। তবে সেটা খেতে হবে ডাক্তারের পরামর্শমতো। পাশাপাশি নিয়মিত করতে হবে এলএফটি। তাতেই সমস্যা থাকলে তা ধরা পড়ে যাবে।'

বিদ্র: এই প্রতিবেদটি সচেতনতার উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে। কোনও ওষুধ খাওয়ার আগে অবশ্যই নিজের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।

Read more!
Advertisement
Advertisement