Advertisement

Stomach Gas Headache: পেটের গ্যাস থেকে কি সত্যিই মাথা ব্যথা হয়? যা জানালেন নামী ডাক্তার

অনেকেরই প্রায়শই মাথা ব্যথা হয়। আর সেই ব্যথার জন্য তারা পেটের গ্যাসকে দোষ দেন। তাঁদের মতে, পেটের গ্যাস নাকি মাথায় উঠে যায়। সেই গ্যাসের জন্যই নাকি মাথায় তীব্র যন্ত্রণা হয়। তবে সাধারণ মানুষের এই ধারণার কি কোনও ভিত্তি রয়েছে? সেই উত্তর জানতে বাংলা.আজতক.ইন যোগাযোগ করেছিল কলকাতার বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ রুদ্রজিৎ পালের সঙ্গে। তিনিই এই বিষয়টা সম্পর্কে বিশদে জানালেন।

পেটের গ্যাস থেকে কি মাথা ব্যথা হয়?পেটের গ্যাস থেকে কি মাথা ব্যথা হয়?
সায়ন নস্কর
  • কলকাতা,
  • 04 Nov 2025,
  • अपडेटेड 3:19 PM IST
  • অনেকেরই প্রায়শই মাথা ব্যথা হয়
  • পেটের গ্যাস নাকি মাথায় উঠে যায়
  • সেই গ্যাসের জন্যই নাকি মাথায় তীব্র যন্ত্রণা হয়

অনেকেরই প্রায়শই মাথা ব্যথা হয়। আর সেই ব্যথার জন্য তারা পেটের গ্যাসকে দোষ দেন। তাঁদের মতে, পেটের গ্যাস নাকি মাথায় উঠে যায়। সেই গ্যাসের জন্যই নাকি মাথায় তীব্র যন্ত্রণা হয়। তবে সাধারণ মানুষের এই ধারণার কি কোনও ভিত্তি রয়েছে? সেই উত্তর জানতে বাংলা.আজতক.ইন যোগাযোগ করেছিল কলকাতার বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ রুদ্রজিৎ পালের সঙ্গে। তিনিই এই বিষয়টা সম্পর্কে বিশদে জানালেন।

পেটের গ্যাস কি মাথায় ওঠে?

'না, একদমই নয়। পেটের গ্যাস একবারেই মাথায় ওঠে না। এটা একটা ভুল ধারণা। এই ধারণার থেকেই যত সমস্যার সূত্রপাত। অনেকেই গ্যাসের ব্যথা হিসেবে বড় সমস্যাকে অবহেলা করেন। যার ফল হয় খারাপ।', এমনটাই বললেন ডাঃ পাল।

মাথা ব্যথা কি হতে পারে গ্যাসের জন্য?

সেটাও সম্ভব নয় বলেই মনে করেন ডাঃ পাল। তিনি বলেন, 'গ্যাসের জন্য মাথা ব্যথার কোনও প্রশ্নই নেই। এটা একটা ভুল ধারণা। তাই এখন থেকে নিজের ধারণা বদলে দিন। বরং সমস্যা হলে চিকিৎসক দেখানে। ওষুধ খান। তাহলেই সুস্থ হয়ে উঠতে পারবেন।'

তাহলে এই যে এত মানুষ বলেন, সবই কি মিথ্যে?

'একবারেই মিথ্যে নয়। তাঁরা ঠিকই বলেন। যদিও বিষয়টা একবারে উল্টো। অর্থাৎ মাথা ব্যথা বা বলা ভাল মাইগ্রেনের জন্য অনেক ক্ষেত্রে পেটে অস্বস্তি শুরু হয়ে যায়। তখন কারও কারও গ্যাসের অনুভূতি হয়। আর এমন পরিস্থিতিতেই অনেকে মনে করেন যে পেটের গ্যাসের জন্য বুঝি মাথা ব্যথা হচ্ছে। যদিও এক্ষেত্রে মাইগ্রেনের জন্যই সমস্যাটা হয়।' এমনটাই বলেন ডাঃ পাল।

এমন সমস্যা হলে কী করা উচিত?

এই অবস্থায় চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তিনি যেই সমস্যা বুঝবেন, সেই মতো করবেন চিকিৎসা। এক্ষেত্রে মাইগ্রেনের জন্য যদি সমস্যা হয়, তাহলে ভাল চিকিৎসা রয়েছে। অত্যন্ত উন্নত কিছু ওষুধ রয়েছে। সেগুলি খেলেই মাইগ্রেন থেকে সেরে ওঠা যাবে।

Advertisement

এছাড়া পেটের সমস্যা মেটাতে খেতে হবে অ্যান্টিসিড জাতীয় কিছু ওষুধ। পাশাপাশি খাওয়াদাওয়ায় আনতে হবে বদল। ফাস্ট ফুড, প্রসেসড ফুড খাওয়া যাবে না। এমনকী চলবে না মিষ্টি। তার বদলে হালকা খাবার খান। বিশেষত, শাক-সবজি এবং ফল খেতে হবে। তাতেই উপকার মিলবে হাতেনাতে। দেখবেন গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যা থাকবে দূরে।

বিদ্র: এই প্রতিবেদটি সচেতনতার উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে। কোনও ওষুধ খাওয়ার আগে অবশ্যই নিজের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।

 

Read more!
Advertisement
Advertisement