Advertisement

Stomach Pain: পেটের এই অংশে ব্যথা হলে সাবধান! কিডনি বা মুত্রনালী সংক্রমণ নয় তো?

কারও যদি ঘন ঘন পেটে ব্যথা হয় সেক্ষেত্রে এটি চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে। তাই এমনটা হলে মোটেও উপেক্ষা করা উচিত নয়। কিছু ক্ষেত্রে এটি বিপজ্জনকও হতে পারে।

ফাইল ছবিফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Jan 2024,
  • अपडेटेड 8:40 PM IST
  • পেট ফাঁপার সমস্যা হলে সারাদিনের দফারফা হয়ে যেতে পারে। কিছু ক্ষেত্রে ওষুধ খেলে ব্যথা চলে যায়, তবে কারও যদি ঘন ঘন পেটে ব্যথা হয় সেক্ষেত্রে এটি চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে।
  • তাই এমনটা হলে মোটেও উপেক্ষা করা উচিত নয়। কিছু ক্ষেত্রে এটি বিপজ্জনকও হতে পারে।
  • এই বিষয়ে ব্যাখা করলেন জেনারেল ফিজিশিয়ান ডাঃ হানা প্যাটেল। তিনি বলেন, পেটে ব্যথা অ্যাপেনডিসাইটিস বা কিডনি সংক্রমণের কারণেও হতে পারে। ফলে লাগাতার পেটে ব্যথা হলে সেই বিষয়ে মনযোগী হওয়া উচিত।

পেট ফাঁপার সমস্যা হলে সারাদিনের দফারফা হয়ে যেতে পারে। কিছু ক্ষেত্রে ওষুধ খেলে ব্যথা চলে যায়, তবে কারও যদি ঘন ঘন পেটে ব্যথা হয় সেক্ষেত্রে এটি চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে। তাই এমনটা হলে মোটেও উপেক্ষা করা উচিত নয়। কিছু ক্ষেত্রে এটি বিপজ্জনকও হতে পারে।

এই বিষয়ে ব্যাখা করলেন জেনারেল ফিজিশিয়ান ডাঃ হানা প্যাটেল। তিনি বলেন, পেটে ব্যথা অ্যাপেনডিসাইটিস বা কিডনি সংক্রমণের কারণেও হতে পারে। ফলে লাগাতার পেটে ব্যথা হলে সেই বিষয়ে মনযোগী হওয়া উচিত।

পেটের নীচের ডান দিকে ব্যথা
আপনার পেটের নীচের ডানদিকে একটানা ব্যথা হলে সেটা অ্যাপেনডিসাইটিসের লক্ষণ হতে পারে। এটি অ্যাপেন্ডিক্সের প্রদাহ নামেও পরিচিত। এটি একটি ছোট পাতলা থলি। এর দৈর্ঘ্য ৫ থেকে ১০ সেমি।

এটি বৃহদান্ত্রের সঙ্গে যুক্ত। সেখানেই মল তৈরি হয়। কারও যদি অ্যাপেনডিক্সের সমস্যা হয় সেক্ষেত্রে তা ফুলে যেতে বা ফেটে যেতে পারে। ন্যাশনাল হেলথ সার্ভিসের ব্যাখা অনুযায়ী অ্যাপেন্ডিক্স ফেটে গেলে তাতে রীতিমতো প্রাণের ঝুঁকি হতে পারে।

অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা সাধারণত পেটের মাঝখান থেকে শুরু হয়। এটি কয়েক ঘণ্টার মধ্যে নীচের ডানদিকে ছড়িয়ে পড়ে। তারপর ওই অংশে চাপ পড়লে কাশি বা হাঁটার সময়ে ব্যথা বেড়ে যায়।

তলপেটের মাঝখানে ব্যথা
ডাঃ প্যাটেলের কথায়, মূত্রনালীর সংক্রমণ (UTI) হলে পেটের নীচের মাঝখানে ব্যথা হতে পারে। নীচের অংশে  মূত্রাশয় সংক্রমণ হতে পারে। লোয়ার ইউটিআই আপারের থেকে কম গুরুতর। যদিও এটিরও চিকিৎসা না করলে গুরুতর হয়ে উঠতে পারে। কিডনিরও ক্ষতি হতে পারে। তলপেটে ব্যথার পাশাপাশি ক্লান্তি ভাবও থাকবে।

পিঠের দিকে ব্যথা
ডাঃ প্যাটেল জানালেন, পিঠের ডানদিকে ব্যথা হলে আপার UTI-এর সংক্রমণের লক্ষণ হতে পারে। কিডনি বা মূত্রনালীর সংক্রমণের কারণে জ্বর, কাঁপুনি, ঠান্ডা লাগা, অসুস্থতা, ডিমেনশিয়া বা অস্থিরতা হতে পারে। ডাঃ প্যাটেল জানিয়েছেন, এর ফলে আপনার হাতে এবং পিঠের নীচের অংশে ব্যথা হতে পারে। এমনটা হলে  অবিলম্বে একজন চিকিৎসকের পরামর্শ নিন। এটি কিডনিকেও প্রভাব ফেলতে পারে।

পেটের মাঝখানে
পেটের মাঝখানে ব্যথা হলে তা ভাইরাস, অ্যালার্জি বা ল্যাকটোজ ইনটলারেন্সের লক্ষণ হতে পারে। 

এপিগ্যাসট্রিক ব্যথা
পেটের উপরের ডানদিকে, পাঁজরের ঠিক পিছনে, পিত্তথলির কারণে ব্যথা হতে পারে। আসলে, গলব্লাডার লিভারের নীচে একটি ছোট অঙ্গ। এটি চর্বি হজম করতে সাহায্য করার জন্য লিভার যে পিত্ত তৈরি করে, তার সংরক্ষণ করে। অতিরিক্ত কোলেস্টেরলের কারণে গলব্লাডারে স্টোন হতে পারে। ডাঃ প্যাটেল জানালেন, এরমটা হলে সাধারণত রোগীর পেটের উপরের অংশে মাঝে মাঝে বা ঘন ঘন ব্যথা হয়।

Advertisement

Read more!
Advertisement
Advertisement