Advertisement

Cholesterol Symptoms: কোলেস্টেরল বাড়ছে, ত্বকে এই উপসর্গগুলিই ইঙ্গিত, সাবধানের মার নেই

অনেক ক্ষেত্রেই চুপিসারে কোলেস্টেরল বাড়তে থাকে শরীরে। বোঝাই যায় না। বিশেষজ্ঞদের মতে, শরীরে কোলেস্টেরল বাড়ছে কি না, তার ইঙ্গিত দেয় ত্বক। কীভাবে?

প্রতীকী চিত্র।প্রতীকী চিত্র।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 May 2025,
  • अपडेटेड 1:32 PM IST
  • অনেক ক্ষেত্রেই চুপিসারে কোলেস্টেরল বাড়তে থাকে শরীরে।
  • শরীরে কোলেস্টেরল বাড়ছে কি না, তার ইঙ্গিত দেয় ত্বক।
  • কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। 

কোলেস্টেরল বেড়ে গেলে হাজারো সমস্যা চেপে বসে শরীরে। আজকাল কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন অনেকেই। খারাপ কোলেস্টরল শরীরে জমলে তার খারাপ প্রভাব পড়ে। হৃদরোগের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। তাই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। 

চিকিৎসকদের মতে, নিয়মিত রক্তপরীক্ষা করানো উচিত। শরীরে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রয়েছে কি না, তা রক্তপরীক্ষার মাধ্যমে জানা যায়। তবে অনেকেই বুঝতে পারেন না যে, শরীরে আচমকা কোলেস্টেরল বেড়েছে। আর এতেই বিপদ ঘটে। 

অনেক ক্ষেত্রেই চুপিসারে কোলেস্টেরল বাড়তে থাকে শরীরে। বোঝাই যায় না। বিশেষজ্ঞদের মতে, শরীরে কোলেস্টেরল বাড়ছে কি না, তার ইঙ্গিত দেয় ত্বক। কীভাবে?


কোলেস্টেরল বাড়লে এসব ইঙ্গিত দেয় ত্বক...

* যদি দেখেন, ত্বকে হলুদ বা সাদা দাগ থাকে, তা হলে বুঝবেন কোলেস্টেরল বাড়ছে। 

* চোখের চারপাশে পিণ্ডের মতো লক্ষণ দেখা গেলে সতর্ক হবেন। 

* ত্বকের বিভিন্ন জায়গায় পিণ্ড দেখা গেলে বুঝবেন কোলেস্টেরল বেড়েছে। 

* কোলেস্টেরল বাড়লে চোখ, কনুই, হাঁটু বা গোড়ালির চারপাশে দাগ-ছোপ থাকতে পারে। 

* ত্বকে ফুসকুড়িও কোলেস্টেরল বৃদ্ধির একটা লক্ষণ। 

* চোখের পাতা ও ত্বকে মোমের মতো, হলুদ-কমলা রঙের হলে বুঝবেন কোলেস্টেরল বেড়েছে। 

চিকিৎসকদের মতে, এই লক্ষণগুলি দেখলে দ্রুত রক্তপরীক্ষা করা উচিত। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। 
 

Read more!
Advertisement
Advertisement