Advertisement

Marijuana and heart attack: গন্ধেই হার্ট অ্যাটাক হতে পারে, গাঁজার নেশা সর্বনাশা, কেন বলছেন ডাক্তাররা?

গাঁজা নিয়ে বহু বিতর্ক থাকলেও সম্প্রতি একটি বড়সড় গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গাঁজার নেশা কেবল শরীরের পক্ষে ক্ষতিকরই নয়, এর গন্ধ পর্যন্ত হতে পারে হার্ট অ্যাটাকের কারণ। গবেষণায় দাবি করা হয়েছে, যারা নিয়মিত গাঁজা সেবন করেন, তাঁদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সাধারণ মানুষের তুলনায় অনেক গুণ বেশি।

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 07 Jul 2025,
  • अपडेटेड 1:25 PM IST
  • গাঁজা নিয়ে বহু বিতর্ক থাকলেও সম্প্রতি একটি বড়সড় গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
  • গাঁজার নেশা কেবল শরীরের পক্ষে ক্ষতিকরই নয়, এর গন্ধ পর্যন্ত হতে পারে হার্ট অ্যাটাকের কারণ।

গাঁজা নিয়ে বহু বিতর্ক থাকলেও সম্প্রতি একটি বড়সড় গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গাঁজার নেশা কেবল শরীরের পক্ষে ক্ষতিকরই নয়, এর গন্ধ পর্যন্ত হতে পারে হার্ট অ্যাটাকের কারণ। গবেষণায় দাবি করা হয়েছে, যারা নিয়মিত গাঁজা সেবন করেন, তাঁদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সাধারণ মানুষের তুলনায় অনেক গুণ বেশি।

ফ্রান্সের তুলুস বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এমিলি জুয়ানজুসের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় অন্তর্ভুক্ত ছিলেন প্রায় ২০ কোটি মানুষ, যাঁদের অধিকাংশের বয়স ১৯ থেকে ৫৯ বছরের মধ্যে। এই বিশাল সংখ্যক মানুষের উপরে গবেষণা চালিয়ে দেখা গিয়েছে, গাঁজা ব্যবহারকারীদের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি ২৯ শতাংশ বেশি এবং স্ট্রোকের আশঙ্কা ২০ শতাংশ বেশি।

এই গবেষণার বিশেষ একটি দিক হল, এতে দেখা গেছে অনেক তরুণ যাঁরা গাঁজার নেশায় আসক্ত, তাঁদের পূর্বে কোনও হৃদরোগের ইতিহাস না থাকলেও হার্টের জটিল সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। সান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বেথ কোহেন জানিয়েছেন, "অনেকে মনে করেন গাঁজা তুলনামূলকভাবে নিরাপদ, কিন্তু বাস্তবে এটি তামাকের মতোই ক্ষতিকর। ধোঁয়া তৈরি হলেই, তা গাঁজার হোক বা তামাকের, বিষাক্ত যৌগ শরীরে প্রবেশ করে।”

ড. লায়লা মোহাম্মদীর মতে, 'গাঁজা সেবনকারীদের স্নায়ুপ্রবাহ অনেকটাই দুর্বল হয়ে পড়ে। ধূমপায়ীদের ক্ষেত্রে এটি ৪২% পর্যন্ত এবং THC সমৃদ্ধ ভোজ্য গ্রহণকারীদের ক্ষেত্রে প্রায় ৫৬% কম কার্যক্ষম হয়ে যায়।'

বিশেষজ্ঞরা আরও সতর্ক করছেন, আজকের গাঁজার প্রভাব আগের থেকে অনেক বেশি শক্তিশালী। বাজারে যে গাঁজা পাওয়া যাচ্ছে তা ৫ থেকে ১০ গুণ বেশি শক্তিশালী বলে জানা গেছে। ফলে এই নেশা থেকে দ্রুত মুক্তির পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা, বিশেষত তাঁদের ক্ষেত্রে যাঁরা আগে থেকেই হার্টের সমস্যায় ভুগছেন বা অ্যাটাকের ঝুঁকিতে রয়েছেন।

বিশেষজ্ঞদের পরামর্শ, গাঁজার ক্ষতিকর দিক সম্পর্কে যেমন তামাকের মতো জনসচেতনতা বাড়ানো জরুরি, তেমনই যাঁরা আসক্ত তাঁদের চিকিৎসার মাধ্যমে নির্ভরতা কমানোর পথ খুঁজে নিতে হবে। সময় থাকতে সাবধান না হলে, এই নিরীহ মনে হওয়া নেশাই হয়ে উঠতে পারে প্রাণঘাতী।

Advertisement

Read more!
Advertisement
Advertisement