Advertisement

Mayonnaise Benefit: খাওয়ার পাশাপাশি রূপচর্চাতেও ম্যাজিকের মতো কাজ করে মেয়োনিজ

Mayonnaise Benefit: চুলে জেল্লা আনতে নারকেল তেল আর মেয়োনিজ মিশিয়ে হেয়ার মাস্ক হিসেবেও ব্যবহার করতে পারেন। এরপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগালেই চুল হবে মসৃণ আর উজ্জ্বল।

মেয়োনিজমেয়োনিজ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Sep 2025,
  • अपडेटेड 2:15 AM IST

Mayonnaise Benefit: স্যান্ডউইচ বা বার্গারে স্বাদ বাড়াতে মেয়োনিজ থাকলে আলাদা স্বাদ আসে, এ কথা অনেকেই জানেন। কিন্তু জানেন কি, মেয়োনিজ রূপচর্চাতেও সমান উপকারী? গরমকালে রোদে বেরিয়ে ত্বকে ট্যান পড়ে গেলে ঠান্ডা মেয়োনিজ মুখে লাগিয়ে রাখলে তা ধীরে ধীরে কমে যায়। শীতকালে রুক্ষ ত্বক ময়শ্চারাইজ করতে মেয়োনিজ দারুণ কাজ করে। এতে থাকা ভিটামিন ই ত্বককে আর্দ্র রাখে।

চুলের যত্নেও মেয়োনিজের ব্যবহার বাড়ছে। মাথার ত্বকে খুশকির সমস্যা থাকলে পাতি লেবুর রসের সঙ্গে মেয়োনিজ মিশিয়ে মাথায় লাগিয়ে রাখুন কিছুক্ষণ, তারপর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে দু’-তিনবার এই মিশ্রণ ব্যবহার করলে খুশকি কমে আসবে।

চুলে জেল্লা আনতে নারকেল তেল আর মেয়োনিজ মিশিয়ে হেয়ার মাস্ক হিসেবেও ব্যবহার করতে পারেন। এরপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগালেই চুল হবে মসৃণ আর উজ্জ্বল।

আরও পড়ুন

রান্নাঘরের এই সহজ উপকরণটি তাই শুধু খাওয়ার নয়, রূপচর্চাতেও হয়ে উঠতে পারে আপনার সেরা সঙ্গী।

 

Read more!
Advertisement
Advertisement