Advertisement

নিউ ইয়ারের আগেই চকচকে হবে স্কিন, ঘরোয়া ম্যাজিকেই মিলবে পার্লারের মতো লুক

অনেক অফিসেও ধুমধাম করেই নিউ ইয়ার পার্টির আয়োজন করা হয়। এই বিশেষ সময়ে অনেকেই চান নিজেকে 'বিউটি লুক'এ দেখতে। কিছু ঘরোয়া টোটকাতেই হতে পারে সেই কামাল।

স্কিনকেয়ার টিপসস্কিনকেয়ার টিপস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Dec 2025,
  • अपडेटेड 9:36 PM IST
  • অনেক অফিসেও ধুমধাম করেই নিউ ইয়ার পার্টির আয়োজন করা হয়।
  • বিশেষ সময়ে অনেকেই চান নিজেকে 'বিউটি লুক'এ দেখতে।
  • ঘরোয়া টোটকাতেই হতে পারে সেই কামাল।

২০২৫ সাল শেষ হতে আর মাত্র ৭ দিন বাকি। শুরু হতে চলেছে নতুন বছর ২০২৬। কম বেশি সকলেই  নববর্ষ উদযাপন করতে মুখিয়ে আছেন। অনেক অফিসেও ধুমধাম করেই নিউ ইয়ার পার্টির আয়োজন করা হয়।  এই বিশেষ সময়ে অনেকেই চান নিজেকে 'বিউটি লুক'এ দেখতে। কিছু ঘরোয়া টোটকাতেই হতে পারে সেই কামাল।

ত্বক চকচকে করবে কাঁচা দুধ

কাঁচা দুধকে সেরা ক্লিনজার হিসেবে বিবেচনা করা হয়। প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটি কটন বল দিয়ে  মুখে কাঁচা দুধ লাগাতে হবে। এটি ত্বক থেকে ময়লা দূর করতে সাহায্য করে। পাশাপাশি, কাঁচা দুধ ত্বককে নরম ও কোমল করে তোলে। 

বেসন-দইয়ের ম্যাজিক প্যাক

সপ্তাহে তিনবার এই প্যাকটি মুখে লাগাতে হবে। এটি তৈরির জন্য একটি পাত্রে বেসন, এক চিমটি হলুদ এবং দই মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। বেসন ত্বকের মৃত কোষ দূর করে, অন্যদিকে দই ত্বককে আর্দ্র করে। এই প্যাকটি মুখে ১৫ মিনিটের জন্য রেখে ধুয়ে ফেলতে হবে।

পেঁপে ফেসিয়াল

যদি মুখ ফ্যাকাশে হয়ে যায়, তাহলে পাকা পেঁপে দিয়ে মুখে ম্যাসাজ করতে হবে। পেঁপের এনজাইম ট্যানিং দূর করতে ও প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে কার্যকর বলে মনে করা হয়। পেঁপের ফেসিয়ালের পরে সমস্ত ফ্যাকাশে ভাব দূর হয়ে যাবে। এরফল ত্বক উজ্জ্বল হতে শুরু করবে। 

অ্যালোভেরা ও মধুর জাদু

শীতের মাসগুলিতে ত্বক শুষ্ক হয়ে যায়। সতেজতা বাড়ানোর জন্য প্রতিদিন সকালে অ্যালোভেরা জেলের সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখে লাগাতে হবে। এটি ত্বককে হাইড্রেটেড রাখে এবং প্রাকৃতিক উজ্জ্বলতাও দেয়।

Read more!
Advertisement
Advertisement