Advertisement

Premananda Maharaj: খুবই অসুস্থ প্রেমানন্দ মহারাজ, কোন গুরুতর অসুখে আক্রান্ত তিনি?

ঠিক কোন অসুখের জন্য প্রেমানন্দ মহারাজের এমন শারীরিক পরিস্থিতি? কেন দিনের পর দিন খারাপ হচ্ছে তাঁর শরীর? আসুন জানা যাক। 

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 13 Oct 2025,
  • अपडेटेड 11:44 AM IST
  • প্রেমানন্দ মহারাজ নিজেই শারীরিক সমস্যার কথা একাধিকবার জানিয়েছেন
  • অনেক দিন ধরেই কিডনি তাঁর ড্যামেজড রয়েছে
  • যার ফলে চলছে ডায়ালিসিস

Premananda Maharaj বা শ্রী হিত প্রেমাগোবিন্দ শরণ মহারাজের ভক্ত রয়েছে বিশ্বজুড়ে। বৃন্দাবনবাসী মহারাজের শরণাপন্ন হন বিরাট কোহলি, অনুষ্কা শর্মা থেকে শুরু করে একাধিক নামী নামী তারকা। আর সেই তিনিই কি না আজ অসুস্থ। বন্ধ হয়েছে তাঁর মর্নিং ওয়াক। তাঁকে পরিশ্রম করতে বারণ করা হয়েছে। 


তবে প্রশ্ন হল, ঠিক কোন অসুখের জন্য প্রেমানন্দ মহারাজের এমন শারীরিক পরিস্থিতি? কেন দিনের পর দিন খারাপ হচ্ছে তাঁর শরীর? আসুন জানা যাক। 

নিজেই খোলসা করেন প্রেমানন্দ মহারাজ
প্রেমানন্দ মহারাজ নিজেই শারীরিক সমস্যার কথা একাধিকবার জানিয়েছেন। তিনি জানান, অনেক দিন ধরেই কিডনি তাঁর ড্যামেজড রয়েছে। যার ফলে চলছে ডায়ালিসিস। 

আসলে ২০০৬ সালে তাঁর পেটে ব্যথা হয়। এই সময় তাঁর কিডনির অসুখ ধরা পড়ে। জানা যায় পিকেডি বা পলিসিস্টিক কিডনি ডিজিজ রয়েছে তাঁর। এটি খুবই ভয়ঙ্কর অসুখ। 

তাই আর সময় নষ্ট না করে এই রোগের কারণ, লক্ষণ এবং চিকিৎসার কথা জেনে রাখুন। 

পলিসিস্টিক কিডনির অসুখ কী? 
এটি একটি জেনেটিক ডিজঅর্ডার। এটা জিনের মিউটেশনের জন্য হয়। এটির ফলে কিডনিতে তৈরি হয় সিস্ট। তার পর এটির জন্য ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। এমনকী সমস্যা কিডনি ফেলিয়রের দিকে মোড় নিতে পারে। এই রোগে আক্রান্তের ডায়ালিসিস এবং কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে। 

আসলে সিস্টের জন্য কিডনি বড় হয়ে যায়। বাড়ে অঙ্গটির ওজন। আর সেটাই সমস্যার কারণ হয়ে পড়ে।

কী কী লক্ষণ থাকে? 
১. মাথা ব্যথা
২.পিঠে ব্যথা
৩. শরীরের পাশে ব্যথা
৪. ইউরিনে রক্ত
৫. ইউটিআই
৬. পেট ফুলে যাওয়া

৭. ব্লাড প্রেশার বেড়ে যাওয়া ইত্যাদি

চিকিৎসা কী? 
এই রোগের চিকিৎসা বেশ কঠিন। প্রথামিকভাবে আলট্রাসাউন্ড, প্রিন্যাটাল আলট্রাসাউন্ড, সিটি, এমআরআই করে রোগটা ধরা হয়। তার পর চেষ্টা করা হয় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের। তাতেই রোগটা ঠিক থাকে। 

তবে পরিস্থিতি আরও খারাপ দিকে গেলে ডায়ালিসিসের পড়ে প্রয়োজন। সেটাতেও কিছু না হলে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হতে পারে। এছাড়া এই সময় ব্যথা কমানোর ওষুধও দেওয়া হতে পারে।

Advertisement

আর যতদূর খবর, ডায়ালিসিস চলছিল প্রেমানন্দ মহারাজের। তার পরই পরিস্থিতি খারাপ হয়। এখন তিনি খুবই অসুস্থ। তাই তাঁকে মোটের উপর বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে তাঁর মর্নিং ওয়াক।


 

Read more!
Advertisement
Advertisement