
Period Myths Busted: মাসিক রক্তস্রাব অর্থাৎ পিরিয়ড নিয়ে ব্যাপক ভুলধারণা এখনো প্রচলিত রয়েছে। সমাজে এমন ধারণা আছে, পিরিয়ডের সময় নারী পরিষ্কার-সফাই করতে পারবেন না বা খাবার-উপহার স্পর্শ করা ঠিক নয়। এইসব ধারণা খোলসা করলেন যৌন বিশেষজ্ঞ ডঃ তানিয়া নরেন্দ্র।
তিনি বলেছেন, পিরিয়ড কোনো অসুস্থতা নয় এবং এর জন্য কোনো লজ্জার বিষয়ও নয়। তিনি জানালেন, ‘পিরিয়ডের সময় গরম জল বা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করা যাবে না’, এই ধারণাটি সম্পূর্ণ ভুল।
অন্য একটা প্রচলিত ধারণা হলো, এই সময়ে নারীরা অচার স্পর্শ করলে তা নষ্ট হবে। ডঃ তানিয়া বলছেন, এই কথাও ভিত্তিহীন। তিনি আরও জানিয়েছেন, পিরিয়ডকে ঘিরে সামাজিকভাবে ‘ট্যাবু’ হয়ে গেছে। অনেক নারী প্রথমবার পিরিয়ড হলে এতটাই বিভ্রান্ত হয় যে কেউ কেউ মনে করেন জীবনের সঙ্গে সম্পর্কিত বড় সমস্যা হয়েছে।
তানিয়া বলছেন, পিরিয়ড সাধারণ একটি শারীরিক প্রক্রিয়া, যেমন নাক বা কান থেকে নির্গমন হয়। তাই এটিকে লুকিয়ে রাখার কোনো কারণ নেই। উনি যোগ করেছেন, প্রথমবার পিরিয়ড হলে নারী বিভিন্ন ভয়ের মধ্যে পড়েন।‘আমার সঙ্গে কি একটা ভুল হয়েছে’, ‘আমার শরীর ঠিক আছে কি না’, এই ও ভাবনা নিয়ে। এই কারণে সামাজিক আলোচনা জরুরি। তিনি বলেছেন, “পিরিয়ড পার্টি করা উচিত, লুকিয়ে রাখার বিষয় নয়।”বলেই আমাদের মানসিকতা বদলানোর আহ্বান দিয়েছেন।