Advertisement

Alcohol with cold drink: কোল্ড ড্রিংক বা সোডা দিয়ে মদ খান, কী বিপদ হতে পারে জানেন?

অনেকেই মদের সঙ্গে সোডা বা কোল্ড ড্রিংক মিশিয়ে খান। এটাই তাদের অভ্যাস। এভাবে না খেলে তারা মদে চুমুক দিতে পারেন না। তবে আপনার এহেন অভ্যাসই শরীরের জন্য খুব খারাপ বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে, মদ এমনিতেই ক্ষতিকর। এই জন্য শরীরের হাল বিগড়ে যেতে পারে। আর এই পানীয় সোডা বা কোল্ড ড্রিংকের সঙ্গে মিশিয়ে খেলে আরও বিগড়ে যেতে পারে দেহের হাল। তাই সাবধান হতে হবে।

কোল্ড ড্রিংকের সঙ্গে মদকোল্ড ড্রিংকের সঙ্গে মদ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Dec 2025,
  • अपडेटेड 12:44 PM IST
  • অনেকেই মদের সঙ্গে সোডা বা কোল্ড ড্রিংক মিশিয়ে খান
  • এভাবে না খেলে তারা মদে চুমুক দিতে পারেন না
  • এহেন অভ্যাসই শরীরের জন্য খুব খারাপ বলে মনে করেন বিশেষজ্ঞরা

অনেকেই মদের সঙ্গে সোডা বা কোল্ড ড্রিংক মিশিয়ে খান। এটাই তাদের অভ্যাস। এভাবে না খেলে তারা মদে চুমুক দিতে পারেন না। তবে আপনার এহেন অভ্যাসই শরীরের জন্য খুব খারাপ বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে, মদ এমনিতেই ক্ষতিকর। এই জন্য শরীরের হাল বিগড়ে যেতে পারে। আর এই পানীয় সোডা বা কোল্ড ড্রিংকের সঙ্গে মিশিয়ে খেলে আরও বিগড়ে যেতে পারে দেহের হাল। তাই সাবধান হতে হবে।

এখন প্রশ্ন হল, সোডা বা কোল্ড ড্রিংক মিশিয়ে যদি খান মদ, তাহলে শরীরের হাল কতটা বিগড়ে যেতে পারে? কী কী ক্ষতি হতে পারে শরীরের? আসুন জেনে নেওয়া যাক।

দ্রুত ইনটক্সিকেশন হতে পারে

সোডা বা কোল্ড ড্রিংক হল কার্বোনেটেড ড্রিংক। তাই এটার সঙ্গে মদ খেলে তা শরীরে দ্রুত গতিতে গৃহীত হয়। এই কারণে দ্রুত নেশা চড়ে যায়। আর সেটা কোনওভাবেই কাম্য নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাই সবার প্রথমে এই কারণে সোডা বা কোল্ড ড্রিংকের থেকে দূরে থাকুন।

ওজন বাড়তে পারে

কোল্ড ড্রিংকে থাকে প্রচুর পরিমাণে মিষ্টি। তাই নিয়মিত কোল্ড ড্রিংক দিয়ে মদ খেলে আদতে ওজন বাড়তে পারে। যার ফলে অন্যান্য রোগ নিতে পারে পিছু। তাই ভুলেও কোল্ড ড্রিংক বা সোডা মিশিয়ে খাবেন না মদ।

ডায়াবেটিস হতে পারে

আসলে অনেক সময় নিয়মিত কোল্ড ড্রিংক দিয়ে মদ খাওয়ার কারণে শরীরের হাল বিগড়ে যেতে পারে। এমনকী হতে পারে ডায়াবেটিস। তাই সাবধান হন। চেষ্টা করুন এভাবে মদ না খাওয়ার।

হ্যাংওভার হবে বেশি

মদ খাওয়ার পরের দিন শরীরের হাল বিগড়ে যায়। মাথা ব্যথা করে। সেই সঙ্গে ক্লান্তি চেপে ধরে। আর এই সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে কোল্ড ড্রিংক। তাই ভুলেও কোল্ড ড্রিংক দিয়ে খাবেন না মদ। এমনকী সোডা দিয়েও খাবেন না। তাতেই সুস্থ থাকতে পারবেন।

Advertisement

অঙ্গের ক্ষতি হবে

আসলে লিভার, হার্ট এবং পেটের হাল বিগড়ে দিতে পারে সোডা বা কোল্ড ড্রিংকের সঙ্গে মদ খেলে। এই অঙ্গগুলির উপর বাড়তি চাপ ফেলে সোডা এবং কোল্ড ড্রিংক। তাই সাবধান হন।

বিদ্র: এই প্রতিবেদটি সচেতনতার উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে। কোনও ওষুধ খাওয়ার আগে অবশ্যই নিজের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।

Read more!
Advertisement
Advertisement