Advertisement

WHO Cough Syrup Warning: শুধু Coldrif নয়, ভারতে মোট ৩টি কাফ সিরাপ 'বিষ', অ্যালার্ট করল WHO

মধ্যপ্রদেশে শিশুমৃত্যুর জের। ভারতের ৩ কাফ সিরাপের বিরুদ্ধে সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। এই সব কাফ সিরাপে ক্ষতিকর উপাদান মেশানো থাকার আশঙ্কা করা হয়েছে। আর কাফ সিরাপগুলির তালিকায় প্রথমেই রয়েছে দাগি Coldrif-সিরাপ। 

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 14 Oct 2025,
  • अपडेटेड 9:19 AM IST
  • ৩ কাফ সিরাপের বিরুদ্ধে সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO
  • এই সব কাফ সিরাপে ক্ষতিকর উপাদান মেশানো থাকার আশঙ্কা করা হয়েছে
  • আর কাফ সিরাপগুলির তালিকায় প্রথমেই রয়েছে দাগি Coldrif-সিরাপ

মধ্যপ্রদেশে শিশুমৃত্যুর জের। ভারতের ৩ কাফ সিরাপের বিরুদ্ধে সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। এই সব কাফ সিরাপে ক্ষতিকর উপাদান মেশানো থাকার আশঙ্কা করা হয়েছে। আর কাফ সিরাপগুলির তালিকায় প্রথমেই রয়েছে দাগি Coldrif-সিরাপ। 

আসলে মধ্যপ্রদেশে শিশুমৃত্যুর পর থেকেই Coldrif কাফ সিরাপের মান নিয়ে প্রশ্ন উঠে যায়। পরীক্ষা করে দেখা যায় এই সিরাপে ডাইথিলাইন গ্লাইকল নামক এক বিষাক্ত রাসায়নিক গ্রহণযোগ্য মাত্রার থেকে ৫০০ গুণ বেশি পরিমাণে রয়েছে। আর সেই কারণেই শিশুমৃত্যু বলে মনে করা হচ্ছে। 

ইতিমধ্যেই ভারতে বন্ধ হয়েছে এই সিরাপের ব্যবহার। পাশাপাশি এটি তৈরিও বন্ধ করা হয়েছে। চলছে তদন্ত। গ্রেফতার করা হয়েছে অনেককে।

ও দিকে আবার একাধিক সিরাপের পরীক্ষাও চলছে। সেখানেই মান নিয়ে প্রশ্ন ওঠে ৩ সিরাপের বিরুদ্ধে।

কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা? 
আপাতত বিশ্ব স্বাস্থ্য সংস্থা Sresan Pharmaceutical-এর Coldrif, Rednex Pharmaceuticals-এর Respifresh TR এবং Shape Pharma-এর ReLife সিরাপগুলির বিরুদ্ধে সতর্কতা জারি করেছে। এই সিরাপগুলি কোনও দেশে উপস্থিত থাকলে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। 

হু জানিয়েছে, ভারতের সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের পক্ষ থেকে জানা গিয়েছে যে কোল্ডরিফ সিরাপ খাওয়ার ফলেই মধ্যপ্রদেশে ৫ বছরের কম বয়সী কিছু শিশুর মৃত্যু হয়েছে।

আসলে এই সিরাপে গ্রহণযোগ্য মাত্রার থেকে প্রায় ৫০০ শতাংশ বেশি ডাইথিলাইন গ্লাইকল ছিল। আর সেটাই বিপদ বাড়িয়েছে। এর ফলেই শিশুগুলি মৃত্যুর মুখে ঢলে পড়ে বলে অভিযোগ।

দেশ থেকে আইনি পথেই হয়েছে রপ্তানি
তবে ভারতের সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন এই সিরাপগুলিকে নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আশ্বস্তও করেছে। তারা জানিয়েছে, এই সিরাপগুলি ভারত থেকে রপ্তানি হয়েছে আইনি পথে। কোথাও আইন ভাঙা হয়নি।

অপরদিকে U.S. Food and Drug Administration (FDA) জানিয়েছে, এই বিষাক্ত সিরাপগুলি সেই দেশে পৌঁছায়নি। তাই সেখানকার অধিবাসীদের আপাতত চিন্তার কিছু নেই। 

বিশেষজ্ঞের পরামর্শ নিন

Advertisement

অনেকেই চিকিৎসকের পরামর্শ না নিয়েই বাচ্চাকে কাফ সিরাপ খাওয়ান। এমনকী নিজেরাও খান। আর তাতেই বিপদ বাড়ে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া সিরাপ খাবেন না। তার বদলে গরম ভেপার নিন। করুন গার্গল। তাতেই সমস্যা মিটিয়ে ফেলতে পারবেন। আর বেশি বাড়াবাড়ি হলে চিকিৎসকের কাছে যেতে হবে। তিনিই দেবেন সঠিক ওষুধ।

 

Read more!
Advertisement
Advertisement