করোনা অতিমারির পর গোটা বিশ্বে এবার মাথা চাড়া দিচ্ছে ভয়ানক এক যৌন রোগ। নাম সিফিলিস। আর যেভাবে ছড়াচ্ছে তা রোকা না গেলে মহামারির আকার নিতে পারে। সতর্ক করছেন বিজ্ঞানীরা। যদি সাবধান না হন তাহলে এই রোগে আপনিও আক্রান্ত হতে পারেন। কি এই সিফিলিস? কিভাবেই বা ছড়ায় আমাদের শরীরে? সিফিলিস ব্যাক্টেরিয়া দ্বারা আক্রান্ত একটি জটিল যৌন সংক্রামক রোগ। এটি নারী-পুরুষ উভয়ের যৌনাঙ্গ, ঠোট, মুখ ও পায়ু পথে আক্রমণ করে। সিফিলিস বিশ্বের প্রাচীনতম যৌনরোগ। একসময় মনে করা হয়েছিল এর বিস্তার কমে গিয়েছে। কিন্তু না, এখন এই রোগ হু হু করে বাড়ছে।