নীরোগ দেহ কে না চায় বলুন! রোগ-জ্বালা থেকে রেহাই পেতে কত কী-ই না করেন। ডাক্তার-বদ্যি তো রয়েইছে। কিন্তু জানেন কি, কিছু টিপস মানলেই সুস্থ থাকতে পারবেন। বাজারে এমন কিছু সব্জি রয়েছে, যা নিয়ম মেনে খেলেই সুফল মিলবে।