ক্লান্তি, খাবারে অরুচি আর গাঁটে গাঁটে ব্যথা— এই সব সমস্যা দীর্ঘদিন ধরে চললে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। কারণ, এগুলি হেপাটাইটিস বি বা সি-এর লক্ষণ হতে পারে। রক্তের মাধ্যমে ছড়ায় হেপাটাইটিস বি ও সি ভাইরাস৷ রক্ত সঞ্চালন, সিরিঞ্জ থেকে সংক্রমণের সবচেয়ে বেশি আশঙ্কা থাকে৷ কিন্তু, কখনও অন্য কোনও পথেও শরীরে এই ভাইরাস ঢুকতে পারে। বিশেষজ্ঞরা বলেন, ৬০ থেকে ৮০ শতাংশ ক্ষেত্রে সংক্রমণের উৎস নিশ্চিত ভাবে জানাই যায় না ৷ দাড়ি কাটার ব্লেড, খুর বা ব্রাশের মাধ্যমেও অনেক সময় হেপাটাইটিস ভাইরাস শরীরে ঢুকতে পারে।