ভারতে পৌঁছে গেল Mpox ভাইরাস। পাকিস্তানে কয়েক দিন আগেই খোঁজ মিলেছিল Mpox আক্রান্ত ব্যক্তির। বিশ্বের বহু দেশেই Mpox সংক্রমণ বাড়ছে। পাকিস্তানের পর এবার ভারতের একেবারে নাকের ডগায় পাক অধিকৃত কাশ্মীরে (PoK) হদিশ মিলল Mpox আক্রান্তের। ইতিমধ্যেই Mpox ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে জনস্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণা করে দিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO)। যেমনটা COVID 19-এর সময় ঘোষণা করা হয়েছিল। PoK-র ৪৭ বছর বয়সী জনৈক ব্যক্তির শরীরে মিলেছে এই ভাইরাস।