Advertisement

Relationship Tips: সঠিক মানুষের সঙ্গে ডেট করছেন তো? বুঝবেন কী করে?

লোকে বলে, প্রেমে পড়লে মানুষ নাকি অন্ধ হয়ে যায়! তা বলে যাচাই করে নেবেন না, সঠিক মানুষকে প্রেমিক বা প্রেমিকা হিসাবে বেছেছেন কিনা!

প্রতীকী চিত্র।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Dec 2023,
  • अपडेटेड 5:06 PM IST
  • যাঁর সঙ্গে প্রেম করছেন, তাঁকে প্রথমে ভাল করে চেনা জরুরি।
  • খাঁটি মনের মানুষ যদি পান, তা হলে দেখবেন, তাঁর কাছ থেকে সবসময় একটা সাপোর্ট পাচ্ছেন।
  • ভাল মনের মানুষ পেলে দেখবেন, তাঁর সঙ্গে আপনার মনের মিল রয়েছে।

আপনি কি প্রেম করছেন? যাঁর সঙ্গে ডেট করছেন, তাঁকে নিয়ে কি কোনও সন্দেহ রয়েছে? সঠিক মানুষের সঙ্গে কি প্রেমের বাঁধনে বেঁধেছেন নিজেকে? নাকি ভুল মানুষকে বেছেছেন? লোকে বলে, প্রেমে পড়লে মানুষ নাকি অন্ধ হয়ে যায়! তা বলে যাচাই করে নেবেন না, সঠিক মানুষকে প্রেমিক বা প্রেমিকা হিসাবে বেছেছেন কিনা! সঠিক মনের মানুষের সঙ্গে প্রেম করছেন কিনা, বুঝবেন কী করে? তেমনই কিছু টোটকা তুলে ধরা হল এখানে।

যাঁর সঙ্গে প্রেম করছেন, তাঁকে প্রথমে ভাল করে চেনা জরুরি। বুঝেশুনেই পা ফেলা উচিত। সঠিক মনের মানুষ কেমন হয়? 

* খাঁটি মনের মানুষ যদি পান, তা হলে দেখবেন, তাঁর কাছ থেকে সবসময় একটা সাপোর্ট পাচ্ছেন। আপনার কাজে তিনি উৎসাহ দেবেন। আপনাকে প্রেরণা দেবেন। আপনার ভাল-মন্দ সম্পর্কে সচেতন হবেন তিনি। এর ফলে আপনার জীবন উজ্জ্বলময় হয়ে উঠবে। 

* ভাল মনের মানুষ পেলে দেখবেন, তাঁর সঙ্গে আপনার মনের মিল রয়েছে। দু'জনের পারস্পরিক বোঝাপড়া ভাল হবে। এক জন ভাল সঙ্গী শুধু যে আপনার সঙ্গে কথা বলবেন তা নয়, আপনার কথাও গুরুত্ব সহকারে শুনবেন। সেই সঙ্গে আপনার মতামতকেও প্রাধান্য দেবেন। 

* একে অপরকে সম্মান জানানো খুব জরুরি। যদি সত্যিকারের মনের মানুষ পান, তা হলে দেখবেন তিনি আপনাকে সম্মান জানান। আর এটা না হলে বুঝবেন ভুল মানুষকে পছন্দ করেছেন। 

* প্রত্যেক সম্পর্কেই মন কষাকষি, ঝগড়া হয়। সত্যিকারের জীবনসঙ্গীরা ঝগড়া হলে তা মিটমাট করেন সুন্দর ভাবে। 

* উত্থান-পতন নিয়েই জীবন। আপনার জীবনে চলার পথে যে কোনও চ্য়ালেঞ্জের সময় সত্যিকারের মনের মানুষরা সবসময় পাশে থাকেন। 


 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement