Advertisement

Shubho Bijaya Dashami Messages: প্রিয়জনদের জানান 'শুভ বিজয়া', রইল সেরা শুভেচ্ছা বার্তার হদিশ

Shubho Bijaya: নবমী নিশি কাটলেই মায়ের বিদায় নেওয়ার দিন অর্থাৎ বিজয়া দশমী। স্বভাবতই সকলের মুখ ভারাক্রান্ত। বাঙালী সংস্কৃতিতে মা দুর্গা দেবী রুপে পূজিত হলেও, সবার কাছে তিনি কিন্তু ঘরেরই মেয়ে। আর ঘরের মেয়ে ঘরে ফিরলে যেমন আনন্দ, চলে যাওয়ার সময় তেমনই সবার চোখ ছলছল। নিমেষেই যেন কেটে গেল পুজো। আবার ১ বছরের অপেক্ষা। বিজয়া দশমীতে আপনার প্রিয়জনদের শুভেচ্ছা জানানোর জন্য রইল WhatsApp স্ট্যাটাস, মেসেজ, পোস্ট। সঙ্গে Quotes । ইচ্ছা মতো কপি পেস্ট বা ডাউনলোড করে ব্যবহার করুন।

শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Oct 2023,
  • अपडेटेड 12:21 AM IST

 Bijoya Dashami Wishes: কীভাবে যেন তা সপ্তমী, অষ্টমী, নবমী- পার করে অবশেষে বিজয়া দশমী আসতে চললো। আবার এক বছরের অপেক্ষা নিয়ে আশায় বুক বাঁধবে বাঙালি। মিষ্টিমুখ, সিঁদুর খেলা, কোলাকুলির মাধ্যমে একটু হলেও সেই দুঃখ ভোলার চেষ্টা করেন সকলে। এরমধ্যেই নিজের প্রিয়জনদের বিজয়ার শুভেচ্ছা জানাতে ভুলবেন না। আজতক বাংলার পরিবারের তরফ থেকে আপনাদের জানাই বিজয়া দশমীর অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখে নিন বিজয়ার দিনে SMS, Wishes, Facebook, Photos, WhatsApp Status Message-এ কী কী ট্রেন্ডিং শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন।

শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। 
মা সকলের মঙ্গল করুন। 
পৃথিবী জুড়ে আসুক ন্যায়, শান্তি ও ধর্ম। 

আজ মায়ের যাওয়ার পালা। 
আশা করি দুর্গা মায়ের আশীর্বাদ তোমার জীবনের সব বাধা কেটে যাবে। 
মায়ের বিদায়ের বেলায় তোমাকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা।

 

মা যে এবার যাওয়ার সাজে 
বিসর্জনের বাজনা বাজে 
বলুক সবাই মুখর রবে 
আসছে বছর আবার হবে।
 শুভ বিজয়া দশমী

উৎসবের আজ শেষ বেলা, 
শুরু হবে সিঁদুর খেলা, 
মনের মাঝে রেখে মাকে, 
বিদায়ের সুর বাজবে ঢাকে। 
শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই

সুখের স্মৃতি রেখো মনে 
মিশে থেকো আপনজনে 
মান অভিমান সকল ভুলে 
আশার প্রদীপ রেখো জ্বেলে মা আসবে এই আশা রেখে সবাই মিলে থেকো সুখে। শুভ বিজয়া

যাবার বেলা ঘনিয়ে এলো ঊমা রে আজ তোর।
ছেলেখেলার ছেলেবেলায় ভুলে ছিলি বিদায়বেলায়-
দু-চোখ যতই বন্ধ রাখিস কাটবেই স্বপন ঘোর।

 

 

Advertisement

ঢাকের উপার ছিল কাঠি,
পূজা হল জমজমমাটি।
আজ মায়ের ফেরার পালা,
জানাই তাই এই বেলা। শুভ বিজায়া।

দশমীর এই বিকেল বেলা 
সাঙ্গ হল সিঁদুর খেলা
 মায়ের ঘরে ফেরার পালা 
চোখের জলে বিদায় বলা 
মায়ের হল সময় যাওয়ার 
আসছে বছর আসবে আবার! 
শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই

এবার মাগো বিদায় তবে 
আসছে বছর আবার হবে
 সবাইকে মা রাখিস সুখে 
বিজয়া আজ মিষ্টি মুখে। 
শুভ বিজয়া দশমী

 

 

ঢাকের কাঠি মিষ্টি রেশ, 
পুজো এবার হল শেষ। 
নতুন আশায় বাঁধছি বুক, 
সবার ইচ্ছাপূরণ হোক। 
বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা।

বিজয়া দশমী উপলক্ষ্যে আন্তরিক শুভেচ্ছা।
 মা দুর্গা আপনার মঙ্গল করুন। 
সুখে থাকুন আপনি।
 আসছে বছর আবার হবে।

তোমাকে ও তোমার পরিবারের সকলকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। 
গুরুজনদের প্রণাম, আর ছোটোদের অনেক আদর।

ঢাকের কাঠির বিদায় সুরে
উদাস করে মন
 চললেন মা মহামায়া
 আজকে বিসর্জন
 শুভ বিজয়া

জীবনের সমস্ত অশুভ ও নেতিবাচক শক্তি বিজয়া দশমীতেই বিলীন হোক। 
শুভ হোক সব। 
শুভ বিজয়া

দেবী দুর্গার আশীর্বাদে অক্ষুণ্ণ থাকুক ভালোবাসা। 
শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement