Advertisement

Aindrila Sharma Death By Brain Hemorrhage : ব্রেন হেমারেজে প্রয়াত ঐন্দ্রিলা, কাদের হয়-লক্ষণ কী-কীভাবে মোকাবিলা সম্ভব?

চিকিৎসা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ব্রেন হেমোরেজ হল এক ধরনের স্ট্রোক যা মস্তিষ্কের ধমনী ফেটে যাওয়ার কারণে ঘটে। এই অবস্থায়, আশেপাশের টিস্যুতে রক্তপাত শুরু হয় এবং যার জেরে মস্তিষ্কের কোষগুলির মত্যু হয়। ব্রেন হেমোরেজকে সেরিব্রাল হেমারেজও বলা হয়। যদি সহজ ভাষায় বলা হয়, তাহলে ব্রেন হেমারেজ হল মস্তিষ্কের শিরা ফেটে যাওয়া। এমন পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে হয়।

প্রয়াত ঐন্দ্রিলা সরকার
Aajtak Bangla
  • দিল্লি,
  • 20 Nov 2022,
  • अपडेटेड 2:26 PM IST
  • চলে গেলেন ঐন্দ্রিলা শর্মা
  • ব্রেন হেমারেজে আক্রান্ত হয়েছিলেন
  • কী এই রোগ?

দীর্ঘ লড়াইয়ের অবসান। চলে গেলেন অভিনত্রী ঐন্দ্রিলা শর্মা। ব্রেন হেমারেজে (Brain Hemorrhage) আক্রান্ত হওয়ায় গত ১ তারিখ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকদের লাগাতার প্রচেষ্টার পরেও ঘটলো না মিরাকেল। গতকাল থেকে দফায় দফায় বেশ কয়েকবার কার্ডিয়াক অ্যারেস্টের জেরে আজ দুপুর ১২টা ৫৯ মিনিটে মৃত্যু হয় তাঁর। ঐন্দ্রিলার মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া থেকে শুরু করে তাঁর ভক্তকুল।

ঐন্দ্রিলা শর্মার মৃত্যু আরও একবার দেখিয়ে দিয়ে গেল কতোটা মারাত্মক হতে পারে ব্রেন হেমারেজ। একইসঙ্গে ফের একবার মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে এই ব্রেন হেমারেজ আসলে কী? এর উপসর্গ বা রক্ষা পাওয়ার উপায়ও বা কী? চলুন সেই সব বিষয়ে জেনে নেওয়া যাক বিস্তারিত। 

চিকিৎসা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ব্রেন হেমোরেজ হল এক ধরনের স্ট্রোক যা মস্তিষ্কের ধমনী ফেটে যাওয়ার কারণে ঘটে। এই অবস্থায়, আশেপাশের টিস্যুতে রক্তপাত শুরু হয় এবং যার জেরে মস্তিষ্কের কোষগুলির মত্যু হয়। ব্রেন হেমোরেজকে সেরিব্রাল হেমারেজও বলা হয়। যদি সহজ ভাষায় বলা হয়, তাহলে ব্রেন হেমারেজ হল মস্তিষ্কের শিরা ফেটে যাওয়া। এমন পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে হয়।

মস্তিষ্কে রক্তক্ষরণের লক্ষণ (Brain Hemorrhage Symptoms)
ব্রেন হেমোরেজে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে এর কিছু লক্ষণ রয়েছে। শরীরে সেই লক্ষণগুলির কোনওটি দেখলেই দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া উচিত। সেই লক্ষণগুলো হলো-

১. প্রচন্ড মাথাব্যথা
২. হাত ও পায়ে হঠাৎ দুর্বলতা
৩. ক্লান্তি ও অস্বস্তি বোধ করা
৪. খিঁচুনি
৫. বমি কিংবা বমি বমি ভাব
৬. দৃষ্টিশক্তিতে সমস্যা
৭. কথা বলতে অস্বস্তি
৮. গিলতে অসুবিধা
৯. গাড়ি চালাতে না পারা
১০. হাত কাঁপা
১১. মাথা ঘোরা
১২. সংজ্ঞাহীন বোধ করা
১৩. বসতে অসুবিধা

ব্রেন হেমারেজের কারণে (Brain Hemorrhage Reason)
১.
মাথায় গুরুতর আঘাত
২. উচ্চ রক্তচাপ
৩. ধমনীর বাইরের অংশ দুর্বল হয়ে যাওয়া
৪. ধমনীতে প্রদাহ
৫. রক্ত ​​সঞ্চালনে সমস্যা
৬. হিমোফিলিয়া, প্লেটলেটের অভাব, স্কিল সেল অ্যানিমিয়া ইত্যাদি
৭. মস্তিষ্কে টিউমর
৮. যকৃতের রোগ

Advertisement

ব্রেন হেমারেজ প্রতিরোধের উপায় (Brain Hemorrhage Prevention)
১.
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন এবং সময়ে সময়ে চেকআপ করাতে থাকুন
২. দৈনিক ব্যায়াম
৩. ধূমপান এড়িয়ে চলুন
৪. মস্তিষ্কে যেন আঘাত না লাগে। সেক্ষেত্রে গাড়ি চালানোর সময় হেলমেট পরতে ভুলবেন না
৫. লাইফস্টাইল পরিবর্তন, ইতিবাচক ইতিবাচক জীবনযাপন এবং নিজেকে মানসিক চাপ থেকে দূরে রাখা
৬. শুধুমাত্র ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খান

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement