Advertisement

Pineapple In Hair: মাথায় মাখুন আনারস! চুলের যত্নে দারুণ টোটকা

আনারসের অনেক গুণ রয়েছে। আনারস খেলেই যে কেবলমাত্র উপকারিতা মেলে তা নয়, মাথায় মাখলেও হয় উপকার। আনারস চুলে মাখলে বিশেষ যত্ন হয়। কীভাবে মাথায় মাখবেন আনারস?

চুলে মাখুন আনারসচুলে মাখুন আনারস
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 03 Dec 2025,
  • अपडेटेड 6:06 PM IST
  • আনারস মাথায় মাখলে দারুণ উপকার পাওয়া যায়
  • চুলে আনারসের রস মাখলে যত্ন হয়
  • কীভাবে মাথায় আনারস মাখবেন?

আনারসের গুণ গুনে শেষ করা যায় না। তবে শুধু খেলে হবে না মাথাতেও মাখতে হবে আনারস! অবাক হচ্ছেন? বিশেষ এই টোটকা আজই কাজে লাগিয়ে দেখুন। আনারস খেলে যেমন শরীরের উপকার হয়, তেমনই মাথায় মাখলে চুলও নরম থাকে। কীভাবে? জেনে নিন...


আনারস চুলের যত্নে দারুণ কাজ করে। আনারসের মধ্যে ভিটামিন সি, ম্যাঙ্গানিজ, কপারের মতো উপাদান রয়েছে। আনারস স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায় এবং খুশকির সমস্যা দূর করে। 

কীভাবে মাখবেন?
> আনারস ব্লেন্ড করে এর রস বের করে নিন। এরপর নারকেল তেল মিশিয়ে হেয়ার মাস্ক বানিয়ে নিন। এবার সেই মিশ্রণটি ১৫-২০ মিনিট চুলে লাগিয়ে রাখুন।

> ১/২ কাপ আনারসের রসের সঙ্গে ১ চামচ মধু এবং ১ চামচ অলিভ অয়েল মিশিয়ে হেয়ার মাস্ক বানিয়ে ফেলুন। 

> কিংবা ১/২ কাপ আনারসের রসের সঙ্গে একটা পাকা কলা ম্যাশ করে নিন। এতে ১ চামচ মধু মিশিয়ে হেয়ার প্যাক বানিয়ে নিন। এটি চুল ও স্ক্যাল্পে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন। 

> অথবা শ্যাম্পু করার পর আনারসের রস দিয়ে চুল ধুয়ে নিন। মিনিট দশেক পরে আবার পরিষ্কার জল দিয়ে চুল ধুয়ে নিন। 

এই ভাবে আনারস মাথায় মাখলে চুলের যত্ন হবে। উল্লিখিত টোটকাগুলির মধ্যে যে কোনও একটি ট্রাই করে দেখুন। 

আবার খাবারের থালা থেকে কিছুটা আনারস বাঁচিয়ে রেখে ত্বকেরও পরিচর্যা করতে পারেন। আনারসে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ব্রোমেলাইন নামের একটি এনজাইম, যা ত্বকের মৃত কোষ সরিয়ে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। আনারসের মধ্যে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট এবং ভিটামিন সি ত্বকের টানটান ভাব বজায় রাখতে সাহায্য করে এবং বলিরেখা কমাতে সাহায্য করে।

 

Read more!
Advertisement
Advertisement