Advertisement

Office Makeup: অফিসের এলিগ্যান্ট সাজ, ঠোঁটে থাক এই শেডের লিপস্টিক

Office Makeup: লিপস্টিক যে কোনও মহিলার ব্যক্তিত্ব ও সৌন্দর্যকে দ্বিগুণ করে দেয়। ড্রেসের সঙ্গে ঠোঁটে মানানসই লিপস্টিক আপনার আত্মবিশ্বাসও বাড়িয়ে তোলে। তবে নিজের লুকসকে আরও এলিগ্যান্ট করতে সঠিক রঙের লিপস্টিক পরা খুবই দরকার।

মেকআপ টিপসমেকআপ টিপস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Jul 2025,
  • अपडेटेड 6:27 PM IST
  • লিপস্টিক যে কোনও মহিলার ব্যক্তিত্ব ও সৌন্দর্যকে দ্বিগুণ করে দেয়।

লিপস্টিক যে কোনও মহিলার ব্যক্তিত্ব ও সৌন্দর্যকে দ্বিগুণ করে দেয়। ড্রেসের সঙ্গে ঠোঁটে মানানসই লিপস্টিক আপনার আত্মবিশ্বাসও বাড়িয়ে তোলে। তবে নিজের লুকসকে আরও এলিগ্যান্ট করতে সঠিক রঙের লিপস্টিক পরা খুবই দরকার। বিশেষ করে অফিসে যে সব মহিলারা কাজ করেন। অনেকেই বুঝতে পারেন না যে অফিসে কোন রঙের লিপস্টিক পরে যাওয়া উচিত। গাঢ় নাকি হালকা, কোন রঙের লিপস্টিক শেড পরলে তা কারোর চোখেও লাগবে না অথচ আপনাকে ভাল লাগবে। 

ডার্ক শেড নয়
অফিসে কোনও সময়ই গাঢ় বা ডার্ক রঙের লিপস্টিক পরা উচিক নয়। এতে অতিরিক্ত মেকআপ করেছেন বলে মনে করা হয়। তাই জেনে নিন অফিসে কোন শেডের লিপস্টিক ব্যবহার করতে পারেন, যাতে আপনাকে সুন্দর ও আত্মবিশ্বাসী মনে হয়। 

ছবি সংগৃহীত

ন্যুড শেড
অফিসে সর্বদাই হালকা শেডের লিপস্টিক পরা দরকার। কারণ তাহলে এই শেড আপনাকে এলিগ্যান্ট ও পেশাদার লুক দেবে। এক্ষেত্রে ন্যুড কালারের লিপস্টিক সবচেয়ে মানানসই ও দারুণ বিকল্প অফিসের জন্য। বর্তমানে ন্যুড রঙের লিপস্টিকের চাহিদা বাজারে বেশ তুঙ্গে। এই রং প্রত্যেক ক্ষেত্রে ও প্রতিটি ত্বকের সঙ্গে ভাল মানিয়ে যায়। 

হালকা গোলাপি ও পিচ
অফিসে যাওয়ার জন্য হালকা গোলাপি রঙের লিপস্টিক বাছতে পারেন। এটা আপনাকে ন্যাচরাল ও মার্জিত লুক দিতে সহায়তা করবে। এছাড়াও একটু স্টাইলিশ মহিলাদের সংগ্রহে পিচ রঙের লিপস্টিক থাকবেই। আসলে রংটি যে এতটাই সুন্দর। তবে যাঁদের ঠোঁটের রং প্রাকৃতিকভাবেই গাঢ়, তাঁরা পিচ শেডের লিপস্টিক এড়িয়ে যান।

ছবি সংগৃহীত

কোরাল রং
যদি আপনার মনে হয় আপনার মুখে হালকা রং ভাল লাগছে না, তাহলে অফিসের জন্য কোরাল রঙের লিপস্টিকও পরতে পারেন। এই রং না হয় বেশি হালকা আর না বেশি গাঢ় হয়।

ছবি সংগৃহীত

মভ ও খয়েরি রং
নিত্যদিনের অফিসের সাজে মভ রঙের লিপস্টিক ব্যবহার করা যেতে পারে। সূর্যালোক অর্থাৎ দিনের বেলা এই রং বেশ মানানসই। যাঁদের ব্যক্তিত্ব বোল্ডনেস ও আত্মবিশ্বাসে ভরপুর, তাঁরা আনন্দের সঙ্গে খয়েরি শেডের লিপস্টিক প্রয়োগ করতে পারেন। চোখে কাজল, হালকা মেকআপ ও এই গাঢ় লিপস্টিকের মিশেলে আপনাকে লাগবে দারুণ।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement