চিকেন রেজালা খুবই সুস্বাদু। ফ্রায়েড রাইস বা রুমালি রুটির সঙ্গে একঘর লাগে। চিকেন রেজালা সহজে বানাতে পারেন। বাড়িতে থাকা সহজ উপকরণেই এটি বানিয়ে নিতে পারেন। রইল উপকরণ ও পদ্ধতি।
উপকরণ
গোলমরিচ গুঁড়ো
তেজপাতা
গোটা শুকনো লঙ্কা
গোটা গোলমরিচ
নুন
ঘি
সাদা তেল
টক দই ফেটানো
কাজুবাটা
পোস্ত বাটা
আদা রসুন বাটা
গরম মশলা গুঁড়ো
গোটা এলাচ
লবঙ্গ
দারচিনি
স্বাদ অনুযায়ী চিনি
পেঁয়াজ বাটা
পেঁয়াজের রিং
কাঁচালঙ্কা কুচি
পদ্ধতি