Advertisement

Choose Your Career According To Your Birth Date: জন্ম তারিখ অনুযায়ী পেশা বাছুন, খুব অল্প বয়সে পৌঁছবেন সাফল্যের শীর্ষে

Choose Your Career According To Your Birth Date: দ্রুত সাফল্য লাভ করতে হলে বেছে নিন জন্মতারিখ অনুযায়ী কেরিয়ার। তাহলে সাফল্যের শীর্ষে পৌঁছবেন। কম বয়সে সাফল্য পাবেন।

জন্মতারিখ অনুযায়ী বেছে নিন পেশাজন্মতারিখ অনুযায়ী বেছে নিন পেশা
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 10 Jul 2022,
  • अपडेटेड 7:04 PM IST
  • জন্ম তারিখ অনুযায়ী পেশা বাছুন,
  • সাফল্য আপনার পদচুম্বন করবে
  • অল্প বয়সে পৌঁছবেন সাফল্যের শীর্ষে

আমাদের জন্মতারিখের মধ্যেই লুকিয়ে থাকে আমাদের সাফল্যের রহস্য। আমরা জানতে পারি না। তাই অনেক সময় সাফল্য থেকে দূরে সরে থাকি। কিন্তু কেরিয়ার বা পেশা যদি জন্মতারিখ অনুযায়ী বেছে নেন, তাহলে অল্প বয়সে এবং সহজে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন। আসুন জানিয়ে দিই কোন কোন জন্মতারিখে কোন পেশা গ্রহণ করলে সাফল্য আপনার পদচুম্বন করবে।

. মাসের ১, ১০,১৯ এবং ২৮ তারিখে যাদের জন্ম, তাদের জন্মের অধিপতি হলেন সূর্য।

আরও পড়ুন

আপনার জন্য প্রশাসন, চিকিৎসা, এবং রাজনীতির ক্ষেত্রে যাওয়া লাভজনক হবে।

সূর্যের উপাসনা করুন। লাভ পাবেন।

২. যার যার জন্মতারিখ ২, ১১, ২০ তাঁদের গ্রহের অধিপতি চন্দ্র।

ফিল্ম, চিকিৎসা, নেভি, শিক্ষা এবং খাওয়াদাওয়ার উপর চাকরি অথবা ব্যবসা বেছে নিতে হবে।

আপনাকে শিবের উপাসনা করতে হবে।

৩  যাদের জন্ম তারিখ ৩, ১২, ২১ এবং ৩০ তাদের অধিপতি বৃহস্পতি।

শিক্ষা, ধর্ম এবং আইনের কেরিয়ার বেছে নিন।

নারায়নের পুজো করুন এবং তুষ্ট রাখুন।

৪.যাদের জন্ম তারিখ ৪, ১৩, ২২ এবং ৩১ তাদের অধিপতি রাহু।

আপনার জন্য কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মার্কেটিং এবং জ্যোতিষের কেরিয়ার ভাল ফলদায়ক।

শিবের উপাসনা আপনাকে ভাল ফল দেবে।

৫. যাদের জন্ম তারিখ ৫, ১৪, ২৩ তাদের গ্রহস্বামী হল বুধ।

ব্যাঙ্কিং, ফাইনান্স, মার্কেটিং এবং কমার্স আপনার জন্য অত্যন্ত শুভ। এই কেরিয়ার আপনাকে সাফল্য দেবে।

প্রতিকার করতে হলে গণেশের পুজো করুন।

৬. যাদের, জন্ম তারিখ ৬, ১৫, ২৪ এই লাকি নম্বরের অধিপতি হলো শুক্র।

ফিল্ম, মিডিয়া, চিকিৎসা, রসায়ন এবং অলঙ্কার কিংবা সৌন্দর্যের সঙ্গে জড়িত চাকরি বা ব্যবসা আপনার কেরিয়ারকে শীর্ষে নিয়ে যাবে।

Advertisement

প্রতিকার করতো মা লক্ষ্মীর উপাসনা করুন।

৭. যাদের জন্ম তারিখ ৭, ১৬, ২৫ তাদের অধিপতি হলো কেতু।

ঈঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল, ম্যানেজমেন্ট, পরিবহণ সম্পর্কিত ব্যবসা ও চাকরি আপনার সাফল্যের চাবিকাঠি

আপনি শিবের উপাসনা শুরু করুন।

৮. যাদের জন্ম তারিখ ৮, ১৭, ২৬। তাদের অধিপতি হল শনি।

আপনার জন্য ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, লোহা, কয়লা, শিল্প, শিক্ষা এবং আইনের ব্যবসা বা চাকরি দারুণ লাভদায়ক।

শনিকে ঠিক রাখুন। ভাল ফল পাবেনই।

৯. যাঁদের জন্ম তারিখ ৯, ১৮, ২৭, তাদের অধিপতি মঙ্গল।

আপনার জন্য সেনা, পুলিশ, প্রশাসন, জমি, ফ্য়াক্টরি, জমি এবং পরিশ্রমওয়ালা ক্ষেত্র কেরিয়ারে সাফল্য আনবে।

জ্যোতিষ শাস্ত্র অনুসারে যাঁরা জন্ম তারিখ অনুযায়ী কেরিয়ার তৈরি করলে তাদের উন্নতি দ্রুত হয়, এবং তাঁরা দ্রুত অল্প বয়সে সাফল্যের শীর্ষে পৌঁছে যান।

 

Read more!
Advertisement
Advertisement