How to Unclog Sink: রান্নাঘরের সিঙ্ক ও বাথরুমের বেসিনের পাইপে অনেকসময় ময়লা, খাবারের অংশ বা চুল জমে বন্ধ হয়ে যায়। জল ঠিক মতো নামতে চায় না। এর ফলে দেখতেও বাজে লাগে, দুর্গন্ধও হয়। তবে চিন্তার কিছু নেই। কয়েকটি সহজ 'কিচেন হ্যাক' দেওয়া হল। এগুলি কাজে লাগালেই মাত্র কয়েক মিনিটেই পাইপ ক্লিয়ার করে ফেলতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক এমনই কিছু পদ্ধতি।
প্রাকৃতিক উপায়ে সাফ করতে হলে, বেকিং সোডা ও ভিনিগার চমৎকার কাজ করে।
পাইপের ছোটখাটো ক্লগের ক্ষেত্রে, ১ কাপ নুন পাইপে ঢালুন। এরপর ধীরে ধীরে ফুটন্ত গরম জল ঢালুন। নুন গরম জল জমে থাকা ময়লা দ্রুত সরিয়ে ফেলবে।
বাজারে হার্ডওয়্যারের দোকানে ড্রেন ক্লিনার বা 'প্লাম্বার’স স্নেক' কিনতে পাওয়া যায়। এগুলি দারুণ কাজ করে। পাইপের ভেতরে ঢুকিয়ে ঘুরিয়ে দিন, ময়লা বা চুল সহজেই উঠে আসবে। এরপর গরম জল ঢেলে দিন।
পুরোনো প্লাস্টিকের হ্যাঙ্গার ব্যবহার করে ময়লা তুলতে পারেন। হ্যাঙ্গারের একটি অংশ কেটে সেটা চেপে বেসিন বা সিঙ্কের গর্তে ঢুকিয়ে খোঁচান। ময়লা ক্লিয়ার হয়ে যাবে।
শুধুমাত্র এটুকু মাথায় রাখলেই মাত্র কয়েক মিনিটে আপনার রান্নাঘরের সিঙ্ক ও বাথরুমের বেসিনের পাইপ ক্লিয়ার রাখতে পারবেন। সমস্যা হওয়ার আগে থেকেই এগুলি করুন। বেসিন পরিষ্কার করার সময় পাইপটাও সাফ করে নেবেন। তাতে পরে ঝামেলা কম হবে।