Country's First Night Life Sanctuary: শান্ত নিরিবিলি পরিবেশে, প্রকৃতির সৌন্দর্যের মধ্যে রাত জেগে আকাশ দেখার টান আলাদা। অনেকেই রাত বিরেতে আকাশে উঠে মহাকাশ পর্যবেক্ষণ করেন। উৎসাহ নেহাত কম নয় আট থেকে আশির। এবার যদি ঘুরতে গিয়ে মহাকাশ পর্যবেক্ষণের সুযোগ মেলে, তাহলে সোনায় সোহাগা। রাতের আকাশে টেলিস্কোপে চোখ রেখে হারিয়ে যেতে পারেন মহাকাশের কল্পনায়। চিনে নিতে পারেন গ্রহ-নক্ষত্রের রহস্য। বিশ্বের বিভিন্ন প্রান্তে এতদিন রাতের আকাশ দেখার সুযোগ মিলত। এবার সেই সুযোগ মিলবে আমাদের দেশের লাদাখে। লাদাখের হ্যানলেতে চালু হতে চলেছে দেশের প্রথম নাইট স্কাই স্যাংচুয়ারি। অর্থাৎ সেখানে বসে টেলিস্কোপে চোখ রেখে কাটিয়ে দেওয়া যাবে ঘণ্টার পর ঘণ্টা।
আরও পড়ুনঃ পেঁপে পাতায় ভর করে ডেঙ্গিকে বুড়ো আঙুল দেখান, নিজেকে সুস্থ রাখুন
চোখ জুড়নো প্রাকৃতিক সৌন্দর্য, নীল হ্রদের টলটলে জলরাশি, সাদা বরফের চাদরে ঢাকা পাহাড়শ্রেণি। সব মিলিয়ে ভ্রমণপিপাসুদের কাছে লাদাখ স্বর্গের চেয়ে কম নয়। তবে এবার সেই আকর্ষণের সঙ্গে যুক্ত হচ্ছে একেবারে অফবিট এই টেলিস্কোপে আকাশ দর্শন। যার টানে আরও বেশি পর্যটক ছুটে যাবেন লাদাখে, আশা এমনটাই।
সোমবারই নাইট স্কাই স্যাংচুয়ারির উদ্বোধন হয়েছে। লাদাখের লেফটেন্যান্ট জেনারেল রাধাকৃষ্ণ মাথুর এটি উদ্বোধন করেছেন। ৩১ অক্টোবর চাংথাম অভয়ারণ্যের অংশ বিশেষে চালু হয়েছে পৃথিবীর অন্যতম উঁচু এই নাইট স্কাই স্যাংচুয়ারি (Nigh Sky Sanctuary)। এখানে ডবসোনিয়ান টেলিস্কোপ রাখা হচ্ছে। ইতিমধ্যে স্থানীয় ২৪ জনকে টেলিস্কোপ রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১৮ জন কাজে যোগ দিয়েছেন। বাকিরা পরের বছর থেকে নাইট স্কাই স্যাংচুয়ারিতে যোগ দেবেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ আপনার হাতে এই চিহ্ন আছে? কখনওই টাকা-পয়সার অভাব হবে না
মহাকাশ পর্যটনে উৎসাহ দিতে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং নাইট স্কাই স্যাংচুয়ারি তৈরির ঘোষণা করেছিলেন। লাদাখেই তৈরি হয়েছৈ দেশের প্রথমে এধরনের পর্যটন কেন্দ্র। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে, মহাকাশ পর্যটনের টানে লাদাখে পর্যটকের ভিড় আরও বাড়বে।