Advertisement

Dandruff Treatment : চুলে খুশকি? শ্যাম্পু নয়, এই ৫ ঘরোয়া উপায়েই সমাধান

খুশকির কারণে চুলের ক্ষতি হয়। চুলের গোড়া দুর্বল হয়ে যায় এবং চুল পড়তে শুরু করে। শুধু তাই নয়, সময়মতো যত্ন না নিলে এই সমস্যাটিও মারাত্মক আকার ধারণ করতে পারে। বাজারে খুশকিরোধী অনেক শ্যাম্পু পাওয়া গেলেও এগুলোর ব্যবহারে, চুল শুষ্ক হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই এই পরিস্থিতিতে, ঘরোয়া প্রতিকারেই গুরুত্ব দেন বিশেষজ্ঞরা। চলুন জেনে নেওয়া যাক তেমনই কিছু উপায়, যা খুশকি আটকাতে সাহায্য করে।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
  • 10 Jul 2022,
  • अपडेटेड 5:01 PM IST
  • খুশকির সমস্যা অনেকেরই থাকে
  • চুলের অনেক ক্ষতি করে খুশকি
  • সময়ে চিকিৎসা না হলে হতে পারে মারাত্মক

আপনি কি গাঢ় রঙের জামাকাপড় এড়িয়ে চলেন? প্রায়শই দেখা যায় যে, খুশকির সমস্যার কারণে অনেকে গাঢ় রঙের পোশাক পরা বন্ধ করে দেন। শুধু তাই নয়, খুশকির কারণে চুলেরও অনেক ক্ষতি হয়। চুলের গোড়া দুর্বল হয়ে যায় এবং চুল পড়তে শুরু করে। শুধু তাই নয়, সময়মতো যত্ন না নিলে এই সমস্যাটিও মারাত্মক আকার ধারণ করতে পারে। বাজারে খুশকিরোধী অনেক শ্যাম্পু পাওয়া গেলেও এগুলোর ব্যবহারে, চুল শুষ্ক হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই এই পরিস্থিতিতে, ঘরোয়া প্রতিকারেই গুরুত্ব দেন বিশেষজ্ঞরা। চলুন জেনে নেওয়া যাক তেমনই কিছু উপায়, যা খুশকি আটকাতে সাহায্য করে।

১. লেবুর রস
খুশকির সমস্যা দূর করতে লেবুর রস ব্যবহার খুবই উপকারী। কিন্তু অবশ্যই এটি সঠিকভাবে ব্যবহার করতে হবে, তা না হলে চুল শুষ্ক হয়ে যেতে পারে। সর্ষের তেল বা নারকেল তেলে একটি লেবুর রস দিন। তারপর সেই তেল মাথার ত্বকে হালকাভাবে ম্যাসাজ করুন এবং কিছুক্ষণ রেখে দিন। এরপর চুল ভাল করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার এমনটা করলে উপকার পাওয়া যাবে।

২. চা গাছের তেল
চা গাছের তেলে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য রয়েছে। খুশকির সমস্যা দূর করতে এটি খুবই কার্যকরী একটি উপায়। শ্যাম্পুতে কয়েক ফোঁটা এই তেল দিয়ে মাথা ধুয়ে ফেলুন। চার থেকে পাঁচবার ব্যবহারে খুশকির সমস্যা দূর হবে।

আরও পড়ুন

৩. দই
খুশকির সমস্যায় দই ব্যবহার খুবই উপকারী। খুশকির সমস্যা দূর করার পাশাপাশি চুলে পুষ্টি জোগাতেও কাজ করে। এক কাপ দইয়ে এক চা চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। সেই প্যাকটি মাথার ত্বকে লাগান। কিছু দিনের মধ্যেই পার্থক্য দেখতে পাবেন।

৪. নিম এবং তুলসী জল
কিছু নিম ও তুলসী পাতা জলে ফুটিয়ে ভালো করে ফুটিয়ে নিন। পাত্রের জল অর্ধেক হয়ে গেলে তা ছেঁকে ঠাণ্ডা করতে দিন। সেই জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। এইভাবে কয়েকবার করলে খুশকি চলে যাবে।

Advertisement

৫. মুলতানি মাটি
মুলতানি মাটির গুঁড়ো নিন। তাতে Apple Cider Vinegar দিন। পরে এটিকে শ্যাম্পু হিসেবে ব্যবহার করুন। সপ্তাহে ২ বার করলে উপকার মিলবে। 


  •  
Read more!
Advertisement
Advertisement