বর্ষা গরম থেকে সাময়িক স্বস্তি দিলেও এই সময়ে ডেঙ্গি, ম্যালেরিয়া, ফ্লু, টাইফয়েড, কলেরা, ডায়রিয়া এবং ছত্রাক সংক্রমণের মতো নানা রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। বায়ুমণ্ডল আর্দ্র থাকায় ব্যাকটেরিয়া ও ভাইরাস সহজে বৃদ্ধি পায়।
WHO রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় ৪০ লক্ষ মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন এবং ৩,০০০-র বেশি মৃত্যুর খবর এসেছে। তাই সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।
প্রতিরোধের উপায়
জল জমতে দেবেন না – ঘর, ছাদ, বারান্দা, উঠোন কিংবা বাইরের কোথাও জল জমে থাকলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করুন।
টব ও কুলারের জল খালি করুন – নিয়মিত ফুলের টব, টায়ার ও কুলারের জমে থাকা জল ফেলে দিন।
মশারোধক ব্যবহার করুন – সকাল ও সন্ধ্যায় খোলা জায়গায় যাওয়ার সময় ত্বকে রিপেলেন্ট লাগান।
মশারি ব্যবহার করুন – রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন এবং সন্ধ্যা নামতেই দরজা-জানালা বন্ধ করে দিন।
সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলুন – বারবার সাবান ও জল দিয়ে হাত ধুয়ে নিন।
সংক্রমণ থেকে দূরে থাকুন – অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন, কাশি বা হাঁচি দেওয়ার সময় মুখ-নাক ঢেকে রাখুন।
বিশুদ্ধ জল পান করুন – সবসময় ফুটিয়ে বা ফিল্টার করা জল পান করুন।
ফল ও সবজি ভালোভাবে ধুয়ে খান – কাঁচা সবজি খাওয়া এড়িয়ে চলুন।
রাস্তার খাবার এড়িয়ে চলুন – বর্ষার সময় বাইরের খাবার খাওয়া সংক্রমণের ঝুঁকি বাড়ায়।