বর্তমান বহু মানুষই ডায়াবেটিসের সমস্যায় ভোগেন। মানবজীবনে এটি একটি রীতিমতো বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ডায়াবেটিস শরীরের বিভিন্ন অংশকে খারাপভাবে প্রভাবিত করে। এর ফলে হৃদরোগ, মানসিক রোগ-সহ আরও নানা সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে একটা বিষয় অবশ্যই বলা দরকার, ডায়াবেটিস অনেক ধরনের হয়। সাধারণত মানুষই টাইপ ১ বা টাইপ ২ ডায়াবেটিসেই ভোগেন। তবে কিছু মানুষ টাইপ ৩ এবং টাইপ ৪ ডায়াবেটিসেও আক্রান্ত হন। জেনে অবাক লাগলেও এটাই বাস্তব। আচ্ছা, আপনি কি টাইপ ৪ ডায়াবেটিস সম্পর্কে জানেন?
টাইপ ৪ ডায়াবেটিস কি?
টাইপ ৪ ডায়াবেটিস এমন একটি রোগ যা বয়স্ক ব্যক্তিদের ইনসুলিন প্রতিরোধের কারণে হয়। এই রোগটি সেই সমস্ত বয়স্ক ব্যক্তিদের মধ্যে দেখা দেয় যাঁদের ওজন কম বা যাঁরা রোগা। টাইপ ২ ডায়াবেটিসের নেপথ্যে স্থূলতা একটি প্রধান কারণ হলেও টাইপ ৪-এর ক্ষেত্রে কিন্তু তেমনটা নয়। বিজ্ঞানীরা বর্তমানে এর সঠিক কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন। বয়স বাড়ার কারণেও এই রোগ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বছর কয়েক আগের একটি গবেষণায় জানা গিয়েছে যে, টাইপ ৪ ডায়াবেটিস রোগ প্রতিরোধক কোষের অতিরিক্ত উৎপাদনের কারণেও হতে পারে।
টাইপ ৪ ডায়াবেটিসের লক্ষণ
টাইপ ৪ ডায়াবেটিসের লক্ষণগুলি মূলত অন্যান্য ডায়াবেটিসের মতোই। তবে এটি কম ওজন সম্পন্ন মানুষদের দেহে দেখা যায়। এর যে উপসর্গগুলি রয়েছে সেগুলিও খুব সাধারণ, তাই পরীক্ষার পরেই এই বিষয়ে নিশ্চিত হওয়ায় যায়। চলুন দেখে নেওয়া যাক এর প্রধান কিছু উপসর্গ।
অত্যন্ত ক্লান্তি বোধ
অত্যধিক ক্ষুধা এবং তৃষ্ণা
ঝাপসা দৃষ্টি
ক্ষত নিরাময় না হওয়া
ঘন ঘন মূত্রত্যাগ
হঠাৎ ওজন হ্রাস
এই রোগের চিকিৎসা কি?
এখন পর্যন্ত টাইপ ৪ ডায়াবেটিসের সঠিক কোনও চিকিৎসা পাওয়া যায়নি। গবেষকরা আশা করছেন যে, তাঁরা খুব শীঘ্রই একটি অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হবেন। তবে এই ওষুধটি তৈরি না হওয়া পর্যন্ত, আপাতত চিকিৎসকরা টাইপ ২ ডায়াবেটিসের ওষুধ দিয়ে চিকিৎসা করছেন।
আরও পড়ুন - নদীর জল শুকিয়ে যেতেই আস্ত গ্রাম, অবাক বিশ্ব