শনিবার খুশির ইদ (Khusir Eid)। একমাসব্যাপী পবিত্র রমজান মাস পালনের পর আসে ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ইদ উল-ফিতর (Eid al- Fitr)। ইদের দিন সকালে মুসলমানরা মসজিদে একত্রিত হয়ে নামাজ পড়েন। এরপরে তাদের পরিবার ও প্রিয়জনদের সঙ্গে দিনটি কাটান। একে অপরকে ইদ মোবারক (Eid Mubarak) জানিয়ে কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। নতুন জামাকাপড়, নাচ-গান, আড্ডা, খাওয়া -দাওয়া, সব মিলিয়ে চুটিয়ে উপভোগ করেন এই উৎসব। জানুন, এই ইদে সকলকে কী শুভেচ্ছা পাঠাতে পারেন আপনি।
ইদ উল-ফিতর ২০২৩ -এর শুভেচ্ছা (Eid al-Fitr 2023 Wishes & Messages)
* আল্লাহ আপনাকে আপনার প্রাপ্য সাফল্য এবং সুখ দান করুক। আল্লাহ সর্বদা আপনার সঙ্গে থাকুক, এই কামনা করি। ইদ মোবারক
* আপনার ও আপনার পরিবারকে ইদ মোবারক! আল্লাহ সকলের ভাল করুক।
* নতুন সকাল নতুন দিন। শুভ হোক ইদের দিন। ইদ মোবারক!
* আল্লাহ আপনার সুখ ও সমৃদ্ধির দ্বার উন্মুক্ত করুন। ইদ মোবারক আপনাকে এবং আপনার পরিবারকে।
* জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহ আপনার প্রতি অনুগ্রহ বর্ষণ করবেন। ইদ মোবারক!
* এই ইদ আপনার হৃদয়ে আনন্দ এবং ভালোবাসা নিয়ে আসুক এবং আপনার সাফল্যের সমস্ত সুযোগ তৈরি হোক! ইদ মোবারক সকলকে...
* এই ইদ-উল-ফিতর-এ আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি দিক। ঈদ মোবারক সকলকে!
* সকাল -সন্ধ্যে আপনার ঈশ্বরকে স্মরণ করুন। নীচের অন্তরে গভীর নম্রতা এবং ভীতি সহকারে এবং নিম্ন কণ্ঠে; যারা অসতর্ক তাদের অন্তর্ভুক্ত হবেন না। - পবিত্র কোরান
* আল্লাহ আপনার সমস্ত প্রার্থনা কবুল করুক এবং আপনাকে আনন্দ দিক। ইদ মোবারক!
* কামনা করি আপনি এবং আপনার পরিবার এই নিরাপদ এবং সুস্থ থাকুন। ইদ মোবারক...
* আল্লাহর পবিত্র আশীর্বাদ আমাদের পরিবারে ও অন্তর ভরে থাকুক। আপনাদের সকলকে ইদ মোবারক!
* চাঁদ দেখে রমজানের সমাপ্তি হল!ইদ ভাল কাটুক সকলের।
* ইদ উল-ফিতর-র শুভ দিনে আপনাকে পবিত্র শুভেচ্ছা পাঠাচ্ছি
* মন থেকে আল্লাহর আশীর্বাদ কবুল করুন এবং সব দুঃখ ভুলে যান। ইদ-উল-ফিতর ২০২৩ মোবারক!