Advertisement

Eid Mubarak 2023 Wishes: প্রিয়জনকে ইদে পাঠান এই শুভেচ্ছা- মেসেজ

Eid Mubarak 2023 Messages: একমাসব্যাপী পবিত্র রমজান মাস পালনের পর আসে ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ইদ-উল-ফিতর। ইদের দিন সকালে মুসলমানরা মসজিদে একত্রিত হয়ে নামাজ পড়েন। এরপরে তাদের পরিবার ও প্রিয়জনদের সঙ্গে দিনটি কাটান।

ইদ-উল-ফিতর ২০২৩: শুভেচ্ছা বার্তা ইদ-উল-ফিতর ২০২৩: শুভেচ্ছা বার্তা 
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Apr 2023,
  • अपडेटेड 9:50 PM IST

সামনেই খুশীর ইদ (Eid)। একমাসব্যাপী পবিত্র রমজান মাস পালনের পর আসে ইসলাম ধর্মাবলম্বীদের (Islam) প্রধান উৎসব ইদ-উল-ফিতর (Eid-al-Fitr)। ইদের দিন সকালে মুসলমানরা মসজিদে একত্রিত হয়ে নামাজ পড়েন। এরপরে তাদের পরিবার ও প্রিয়জনদের সঙ্গে দিনটি কাটান। একে অপরকে ইদ মোবারক (Eid Mubarak) জানিয়ে কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। জানুন, ইদে কী ভার্চুয়াল বার্তা দিতে পারেন আপনি। 

ইদ-উল-ফিতর ২০২৩: শুভেচ্ছা বার্তা  (Eid-al-Fitr 2023 Mubarak) 

* আপনার ও আপনার পরিবারকে ইদের শুভেচ্ছা, ইদ মোবারক ২০২৩!

আরও পড়ুন

* চাঁদের আলো গোপনে তোমায় স্পর্শ করুক,
  ধীরে ধীরে এই বাতাস তোমায় কিছু বলে যাক,
  তুমি মন থেকে যা চাও, ঈশ্বর তাই দিক।
  আমি প্রার্থনা করব যে,সেই আশা পূর্ণ হোক। 
  ইদ মোবারক ২০২৩!

* প্রতিটি সুখ তোমার কাছে আসুক,
  সমস্ত দুঃখ এবং বেদনা তোমার কাছ থেকে দূরে চলে যাক,
  এই ইদে আমার প্রার্থনা, তোমার জীবনে সুখ বর্ষণ হোক
  ইদ মোবারক ২০২৩!

* এই ইদ আপনার হৃদয়ে আনন্দ এবং ভালোবাসা নিয়ে আসুক। আপনার সাফল্যের সমস্ত সুযোগ তৈরি হোক! ইদ মোবারক সকলকে...
 
আরও পড়ুন:  মৌমাছি বা বোলতা হুল ফোটালে কী করবেন? এই ঘরোয়া টোটকায় বিষ কাটবে


* ফুলের মতো হাসতে থাকো,
তুমি ভুলে যাও পৃথিবীর সব দুঃখ,
চারিদিকে ছড়িয়ে দাও সুখের গান,
এই আশা নিয়েই আপনাকে ইদ মোবারক। শুভ ইদ!

* কামনা করি আপনি এবং আপনার পরিবার এই নিরাপদ এবং সুস্থ থাকুন। ঈদ মোবারক!

* আল্লাহ আপনার সমস্ত প্রার্থনা কবুল করুক এবং আপনাকে আনন্দ দিক। ঈদ মোবারক!

* ঈদ-উল-ফিতর-র শুভ দিনে আপনাকে পবিত্র শুভেচ্ছা পাঠাচ্ছি

ইদ -উল -ফিতর ২০২৩ -এর তারিখ (Eid Al-Fitr 2023 Date) 

গ্রেগোরিয়ান ক্যালেন্ডার অনুসারে ইদ-উল-ফিতর-র কোনও নির্দিষ্ট দিন নেই। দশম মাসের আগে আকাশে চাঁদ দেখা যাওয়ার পরেই ইদ পালিত হয়। সুতরাং, রমজানের শেষ দিনে চাঁদ দেখার পরের দিন খুশীর ইদ পালন হয়। শাওয়ালের চাঁদটি সৌদি আরবে প্রথম দেখা যায়। আর সে অনুযায়ী অন্যান্য দেশে ইদ পালনের তারিখটি নিশ্চিত হয়। এই বছর, ভারতে রমজান শুরু হয়েছিল ২৪ মার্চ, শুক্রবার থেকে। তাই মনে করা হচ্ছে ইদ-উল-ফিতর পড়বে ২২ অথবা ২৩ এপ্রিল। যদিও ভারতে ইদের তারিখ নির্ভর করছে সৌদি আরবে চাঁদ দেখা অবধি।

 

Read more!
Advertisement
Advertisement