Finger Shape and Personality Traits: কেবল ভারতে নয় বিশ্বজুড়ে হস্তরেখা শাস্ত্র (Palmistry) খুবই জনপ্রিয়। বিশ্বাস অনুযায়ী, কোনও ব্যক্তির তালুতে অনেক গোপন রহস্য লুকানো থাকে। হাতের রেখা থেকে ভবিষ্যত ছাড়াও কোনও মানুষের চরিত্র এবং প্রকৃতি প্রকাশ পাওয়া যায়। তবে শুধু হাতের রেখা না, আঙুল দেখেও ব্যক্তিত্ব (Personality) বা চরিত্রের বর্ণনা (Characteristics) পাওয়া যায় কোনও ব্যক্তির।
হাতের আঙুলের আকৃতি জানান দেয় আপনার ব্যক্তিত্ব কেমন। ধরুন আপনি ডেটে গিয়েছেন প্রথমবার। বুঝতে পারছেন না উল্টো দিকে যিনি বসে আছেন, তাঁর ব্যক্তিত্ব ঠিক কেমন। তবে কিছুটা এই বিষয়ে জ্ঞান থাকলে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। সাধারণভাবে তিন ধরণের আঙুল হয় মানুষের। আসুন জানা যাক বিস্তারিত।
* 'এ' আকৃতির আঙুল
এই ধরণের আকৃতির আঙুল যাঁদের আছে, সেই সমস্ত ব্যক্তিরা চাপা স্বভাবের হয়। নিজেদের আবেগ- অনুভূতি সহজে কারও সামনে প্রকাশে তাঁরা অক্ষম। মিথ্যাচার তাঁদের একেবারেই না পসন্দ। অত্যন্ত দৃঢ় মানসিকতা সম্পন্ন এবং স্বাধীনচেতা। আনন্দ- ফুর্তিতে থাক্তেই ভালোবাসেন তাঁরা।
* 'বি' আকৃতির আঙুল
এই ধরণের আকৃতির আঙুল যাঁদের আছে, তাঁরা কম আত্মবিশ্বাসী। সামাজিকতা বা কারও সঙ্গে মেশা তাঁদের জন্য নৈব নৈব চ। তবে অনেকটা প্রেমিক প্রকৃতির। সম্পর্কে সৎ থাকতেই তাঁরা পছন্দ করেন। ব্যর্থতার ভয় না পেয়ে, কোনও কাজ করার কথা ভাবলে তা সম্পন্ন করতে এই সমস্ত ব্যক্তি বদ্ধপরিকর হন।
* 'সি' আকৃতি আঙুল
এই ধরণের আঙুল যাঁদের আছে, তাঁরা অত্যন্ত আবেগপ্রবণ হয়। কোনও রকম অন্যয়, অবিচার বা অনুচিত কাজ তাঁরা একেবারেই পছন্দ করেন না। সকলকে ভাল রাখার এবং সকলের ভাল থাকার চাহিদা থাকে তাঁদের। এমনিতে শান্ত স্বাভবের হলেও, রেগে গেলে তাঁরা খুবই ভয়ংকর হতে পারে।