Advertisement

Sawan Month Fasting: শ্রাবণের প্রথম সোমবারের উপোস, না খেয়েও শরীর চাঙ্গা রাখবেন কী করে?

Sawan Month Fasting: শ্রাবণ মাস শুরু হয়ে গিয়েছে। আর এই মাসকে ভগবান শিবকে উৎসর্গ করা হয়। এই মাসে শিবের মাথায় ভক্তিভরে জল ঢাললে ভোলেবাবা ভক্তের সব ইচ্ছা পূরণ করেন। ১৪ জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর এইদিন থেকে অনেকে ১৬টা সোমবারের ব্রত করে থাকেন।

শ্রাবণে উপোস থাকার টিপসশ্রাবণে উপোস থাকার টিপস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Jul 2025,
  • अपडेटेड 2:26 PM IST
  • ১৪ জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার।

শ্রাবণ মাস শুরু হয়ে গিয়েছে। আর এই মাসকে ভগবান শিবকে উৎসর্গ করা হয়। এই মাসে শিবের মাথায় ভক্তিভরে জল ঢাললে ভোলেবাবা ভক্তের সব ইচ্ছা পূরণ করেন। ১৪ জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর এইদিন থেকে অনেকে ১৬টা সোমবারের ব্রত করে থাকেন। কেউ কেউ শিবের মাথায় জল ঢেলে উপোস ভেঙ্গে দেন, কেউ কেউ আবার সারাদিন নির্জলা উপোস করেন। তবে উপোস করলে কিন্তু শরীরের প্রতিও বাড়তি যত্ন নিতে হবে। কী কী নিয়ম মানলে শরীর সুস্থ থাকবে, রইল হদিস।

মাঝেমধ্যে মুখ চালাতে থাকুন
উপোস করলেও চেষ্টা করুন একেবারে নির্জলা উপোস না করার। উপোসের সময় বিভিন্ন রকম ফল খাওয়া যেতে পারে। এ ছাড়া খাবারের তালিকায় নারকেল, কাজু বাদাম, আমন্ড, খেজুর, আখরোটও রাখতে পারেন। দই খেতে পারেন। সাবুমাখাও খেতে পারেন। এই ধরনের খাবারগুলি খেলে উপোসকালীন অবস্থাতেও শরীর চাঙ্গা থাকবে।

জল খেতে থাকুন
উপোসের দিনগুলোতে সুস্থ থাকতে বার বার জল খেতে হবে। জল খেলে পেট ভর্তিও থাকবে আর খিদেও কম পাবে। ডিহাইড্রেশন হলে শরীর ঝিমিয়ে পড়ে, কাজ করতে ভাল লাগে না। বার বার জল খেলে এমনটা হবে না। তাই উপোসের মাঝে জলের পাশাপাশি দুধ, ঘোল খাওয়া যেতেই পারে। ডাবের জল কিংবা আখের রসও দারুণ উপকারী।

মিষ্টি খাবেন না
উপোসের সময় খালি পেটে থাকার কারণে অনেকেরই মনে মিষ্টি খাওয়ার ইচ্ছে হয়। এতে রক্তের শর্করাক মাত্রা বেড়ে যেতে পারে। উপোসের সময় মিষ্টি খেতে ইচ্ছে করলে খেজুর দিয়ে তৈরি মাখানার পায়েস, ফলের রায়তা, কলার স্মুদি খেতে পারেন। সাবুমাখা হোক কিংবা ঘোল চিনি ব্যবহারের পরিবর্তে গুড় ব্যবহার করুন।

ভাজাভুজি এড়িয়ে চলুন
ভাজাভুজি, তৈলাক্ত বা মশলাদার কোনও খাবার খেয়ে উপোস ভাঙবেন না। সারাদিন খাবার ও জলের অভাবে শরীরে ডিহাইড্রেশন হয়। তার ওপর অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার খেলে শরীর আরও জল টানবে। শরীরে অস্বস্তিবোধ হবে। উপোস ভাঙার পর সবচেয়ে বেশি প্রয়োজন জল খাওয়া। তাই অল্প জল খেতে থাকুন। 

Advertisement

পর্যাপ্ত ঘুম জরুরি
উপোস করলে পর্যাপ্ত ঘুম যাতে হয় সে দিকে নজর রাখুন। আগের রাতে অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমোন। ঘুম সম্পূর্ণ হলে খিদে কম পাবে, শরীরও চাঙ্গা থাকবে।

Read more!
Advertisement
Advertisement