Advertisement

Gardening Tips: আর একটিও গাছ মরবে না, জেনে নিন বাগানের এই সিক্রেটগুলি

ভাল মানের মাটির পিছনে খরচ করুন। নিজে মাটি বানাতে না পারলে নার্সারি থেকে কিনুন। এমন মাটি, যাতে জল বসবে না। তাই আর কিছু না হোক, মাটিতে অবশ্যই বিনিয়োগ করুন। এটি বাদ দিয়ে কিন্তু ভাল গাছ হবে না। 

বাগান করার সিক্রেট টিপসবাগান করার সিক্রেট টিপস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Jul 2023,
  • अपडेटेड 7:37 PM IST
  • টবে করুন বা মাটিতে, কোনও গাছই গোড়ায় জল বসা পছন্দ করে না। তাই সেই বিষয়ে নজর দিন।
  • ভাল মানের মাটির পিছনে খরচ করুন। নিজে মাটি বানাতে না পারলে নার্সারি থেকে কিনুন। এমন মাটি, যাতে জল বসবে না। তাই আর কিছু না হোক, মাটিতে অবশ্যই বিনিয়োগ করুন। এটি বাদ দিয়ে কিন্তু ভাল গাছ হবে না। 
  • টবে গাছ করলে, তলায় গর্ত থাকা আবশ্যিক। টবের নিচে ১-২ ইঞ্চি নুড়ি-পাথর দিন। এতে টবে তলার মাটি জ্যাম হয়ে যাবে না। ফলে জল বসার সম্ভাবনাও হ্রাস পাবে। 

গাছ সবার হাতে হয় না। অনেকেই এটা বলে থাকেন। আপনিও কি তাই মনে করেন? আসলে এমন কোনও ব্যাপার নেই। গাছ করার কিছু অতি সাধারণ নিয়ম রয়েছে। সেটি জানা থাকলে যে কোনও গাছ করতে পারবেন।

টবে করুন বা মাটিতে, কোনও গাছই গোড়ায় জল বসা পছন্দ করে না। তাই সেই বিষয়ে নজর দিন।

ভাল মানের মাটির পিছনে খরচ করুন। নিজে মাটি বানাতে না পারলে নার্সারি থেকে কিনুন। এমন মাটি, যাতে জল বসবে না। তাই আর কিছু না হোক, মাটিতে অবশ্যই বিনিয়োগ করুন। এটি বাদ দিয়ে কিন্তু ভাল গাছ হবে না। 

টবে গাছ করলে, তলায় গর্ত থাকা আবশ্যিক। টবের নিচে ১-২ ইঞ্চি নুড়ি-পাথর দিন। এতে টবে তলার মাটি জ্যাম হয়ে যাবে না। ফলে জল বসার সম্ভাবনাও হ্রাস পাবে। 

এরপর মাটি দিন ও গাছ বসান। জল দিন। জল দেওয়ার সঙ্গে সঙ্গে যেন অতিরিক্ত জল নিচ দিয়ে বের হয়ে যায়। 

গাছ বসানোর পর ৪ দিন ছায়ায় রাখবেন। সঙ্গে সঙ্গেই রোদে বের করে দেবেন না। 

গাছ কেনার আগে, তার কেমন রোদ-জল লাগে অবশ্যই জানুন। বেশিরভাগ ফুল-ফলের গাছের দিনে ৬-৭ ঘণ্টা সরাসরি রোদ প্রয়োজন। রোদ বাদ দিয়ে সহজে কোনও গাছ করা যাবে না।

বাগান, বারান্দায় রোদ কম হলে ইন্ডোর প্ল্যান্ট করুন। সেগুলিও কম সুন্দর নয়। তবে ইন্ডোর প্ল্যান্ট মানে যে একেবারেই রোদের প্রয়োজন নেই, এমন কোনও ব্য়াপার নেই। 

অতিরিক্ত সার দেবেন না। এতে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। দুই মাসে একবার অল্প সার দিলেই যথেষ্ট। বেশি সার দিলে গাছের পাতা জ্বলে যেতে পারে। 

অনেকের বারবার গাছে জল দেওয়ার প্রবণতা থাকে। এটি একেবারেই সঠিক নয়।  মাটি একেবারে শুকিয়ে গেলে, তবেই জল দেবেন। ভেজা মাটিতে বারবার জল দেবেন না। এতে গাছের গোড়া পচে যায়।

Advertisement

Read more!
Advertisement
Advertisement