Advertisement

Genius Blood Group: তীক্ষ্ণ বুদ্ধি-ক্ষুরধার মগজে এই ব্লাড গ্রুপের ব্যক্তিরা, মিলিয়ে নিন

Genius Blood Group: রক্তের বিভিন্ন গ্রুপ আপনার শরীরের অংশগুলিকেও প্রভাবিত করে। সাম্প্রতিক একটি গবেষণাতে উঠে এসেছে এমনই কিছু তথ্য। যেখানে বলা হয়েছে কিছু রক্তের গ্রুপের মানুষ অন্যান্যদের থেকে বেশি বুদ্ধিধর হয়ে থাকেন। জেনে নিন এই সম্পর্কে বিশদে

ব্লাড গ্রুপ।ব্লাড গ্রুপ।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Aug 2022,
  • अपडेटेड 11:35 AM IST
  • তীক্ষ্ণ বুদ্ধি-ক্ষুরধার মগজে এই ব্লাড গ্রুপের ব্যক্তিরা
  • মিলিয়ে নিন
  • জানুন বিস্তারিত তথ্য

Genius Blood Group: রক্তের গ্রুপ অনুসারে শরীরের গঠন কিছুটা আলাদা। রক্তের বিভিন্ন গ্রুপ আপনার শরীরের অংশগুলিকেও প্রভাবিত করে। সাম্প্রতিক একটি গবেষণাতে উঠে এসেছে এমনই কিছু তথ্য। যেখানে বলা হয়েছে কিছু রক্তের গ্রুপের মানুষ অন্যান্যদের থেকে বেশি বুদ্ধিধর হয়ে থাকেন।

কোন ব্লাড গ্রুপের মানুষের ব্রেন সবচেয়ে দ্রুত

B+ রক্তের গ্রুপ
ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় রক্তের গ্রুপ নিয়ে সদ্য একটি গবেষণা চালিয়েছিল। সেখানে তথ্য মেলে যে সমস্ত ব্লাড গ্রুপের মধ্যে 'বি পজিটিভ ব্লাড গ্রুপের' মানুষের মস্তিষ্ক সবচেয়ে দ্রুতগতির হয়। এই গবেষণায় বলা হয়েছে, বি পজিটিভ ব্লাড গ্রুপের মানুষের চিন্তাশক্তি অন্যান্য মানুষের চেয়ে ভালো থাকে। যাঁদের রক্তের গ্রুপ বি পজিটিভ, তাঁদের মস্তিষ্কে পেরিটোনিয়াল এবং টেম্পোরাল লোবের সেরিব্রাম বেশি সক্রিয় থাকে, যার কারণে তাঁদের স্মৃতিশক্তি প্রখর হয় এবং মস্তিষ্ক সক্রিয় থাকে।

আরও পড়ুন

O+ রক্তের গ্রুপ
ও পজিটিভ ব্লাড গ্রুপের মানুষ এই তালিকায় দুই নম্বরে রয়েছে। এঁদের মন খুব তীক্ষ্ণ হয়। এই ব্লাড গ্রুপের মানুষের রক্ত ​​সঞ্চালন অন্যদের তুলনায় ভালো হয়। এর ফলে মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ ভালো থাকে এবং স্মৃতিশক্তি ভালো থাকে। ও পজিটিভ মানুষের মস্তিষ্কে সেরিব্রাম বেশি সক্রিয় থাকে।

গবেষণা কী বলে
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা রক্তের গ্রুপ নিয়ে এই গবেষণা করেছেন। এতে সকল ব্লাড গ্রুপের ৬৯ জনের ওপর গবেষণা করা হয়। এঁদের রক্তের নমুনা নিয়ে মস্তিষ্ক সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। এই গবেষণায় দেখা গেছে, 'বি পজিটিভ' এবং 'ও পজিটিভ' রক্তের গ্রুপের মানুষের মস্তিষ্ক অন্যদের তুলনায় বেশি দ্রুতগতির হয়।

Read more!
Advertisement
Advertisement