Advertisement

Glucose Meter Patch: রক্তে সুগারের মাত্রা জানবেন ফোনেই, বারবার আঙুলে সূচ ফোটানোর ঝামেলা শেষ!

ডায়াবেটিস রোগীদের জন্য এসেছে এক যুগান্তকারী প্রযুক্তি। এখন থেকে আর রক্তে শর্করার মাত্রা মাপতে আঙুলে বারবার সূচ ফোটানোর প্রয়োজন হবে না, শুধু আপনার স্মার্টফোন স্পর্শ করলেই জানা যাবে শরীরে শর্করার বর্তমান স্তর। চিকিৎসা ভাষায় একে বলা হচ্ছে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং সিস্টেম (CGM), যা এখন বাজারে 'স্মার্ট গ্লুকোজ মিটার স্টিকার' নামেই জনপ্রিয় হচ্ছে।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Nov 2025,
  • अपडेटेड 5:30 PM IST
  • ডায়াবেটিস রোগীদের জন্য এসেছে এক যুগান্তকারী প্রযুক্তি।
  • এখন থেকে আর রক্তে শর্করার মাত্রা মাপতে আঙুলে বারবার সূচ ফোটানোর প্রয়োজন হবে না, শুধু আপনার স্মার্টফোন স্পর্শ করলেই জানা যাবে শরীরে শর্করার বর্তমান স্তর।

ডায়াবেটিস রোগীদের জন্য এসেছে এক যুগান্তকারী প্রযুক্তি। এখন থেকে আর রক্তে শর্করার মাত্রা মাপতে আঙুলে বারবার সূচ ফোটানোর প্রয়োজন হবে না, শুধু আপনার স্মার্টফোন স্পর্শ করলেই জানা যাবে শরীরে শর্করার বর্তমান স্তর। চিকিৎসা ভাষায় একে বলা হচ্ছে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং সিস্টেম (CGM), যা এখন বাজারে 'স্মার্ট গ্লুকোজ মিটার স্টিকার' নামেই জনপ্রিয় হচ্ছে।

কীভাবে কাজ করে এই স্মার্ট গ্লুকোজ মিটার?
এই বিশেষ স্টিকার-আকৃতির ডিভাইস বাহু বা পেটের উপরে লাগাতে হয়। সেন্সরের মাধ্যমে এটি শরীরের ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে গ্লুকোজের মাত্রা পরিমাপ করে। এরপর ব্লুটুথ বা NFC প্রযুক্তির মাধ্যমে সেই ডেটা আপনার স্মার্টফোনে পৌঁছে যায়। ফোনের স্ক্রিনে দেখা যায় বর্তমান রক্তে শর্করার স্তর, গ্রাফ, সতর্কতা ও দৈনিক রিপোর্ট।

NFC স্টিকার: ফোন স্পর্শ করলেই স্ক্রিনে দেখাবে শর্করার মাত্রা।
ব্লুটুথ স্টিকার: একটি মোবাইল অ্যাপের মাধ্যমে রিয়েল-টাইমে দেখা যাবে ডেটা।

কারা এর থেকে উপকার পাবেন
যাদের রক্তে শর্করার ওঠানামা খুব বেশি, অথবা বারবার পরিমাপ করার প্রয়োজন হয়, তাদের জন্য এটি অত্যন্ত কার্যকর। কর্মব্যস্ত মানুষজন বা ভ্রমণকারীরাও সহজেই এই প্রযুক্তির সাহায্যে নিজেদের গ্লুকোজ স্তর পর্যবেক্ষণ করতে পারবেন, যেকোনও সময়, যেকোনও জায়গা থেকে।

দাম ও প্রাপ্যতা
বাজারে বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের গ্লুকোজ মিটার স্টিকার পাওয়া যাচ্ছে, যেগুলির দাম ৩,০০০ থেকে ৫,০০০ পর্যন্ত। প্রতিটি স্টিকার প্রায় ১৫ দিন পর্যন্ত কার্যকর থাকে। কিছু স্টিকার ব্লুটুথ সাপোর্ট করে, আবার কিছু NFC প্রযুক্তিতে চলে, অনেক কোম্পানি দুই প্রযুক্তিরই সুবিধা দিচ্ছে।

প্রযুক্তির দিক থেকে এক বড় পদক্ষেপ
চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, এই স্মার্ট গ্লুকোজ মনিটর ডায়াবেটিস নিয়ন্ত্রণে বড় ভূমিকা নিতে পারে। নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে রোগীরা তাদের খাদ্যাভ্যাস, ওষুধ এবং ইনসুলিন ব্যবহারে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন।

 

Read more!
Advertisement
Advertisement