ডায়বেটিস রোগীদের জন্য টিপস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ডায়বেটিস যাকে আমরা চলতি কথায় সুগার বলে জানি, তা এখন প্রায় ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে চিন্তা করার কোনও কারণ নেই বলেই জানান মুখ্যমন্ত্রী। এর আগে ড্রাগন ফলের গুণের কথা জানিয়েছিলেন মমতা। আর এবার ডায়বেটিস আক্রান্তদের জন্য নতুন এক ধরণের চায়ের কথা বললেন মমতা।
আমাদের অনেকে ডায়াবেটিক পেশেন্ট আছে। ডায়াবেটিক ইজ নট এ ডিজিজ। এটা ঠিক আছে। অনেক সময় জিন থেকে হয়। অনেক সময় খাদ্যের জন্যও হয়। এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু আমাদের অনেক গাছ গাছড়া আছে। সেই গাছ গাছড়া দিয়ে কিন্তু অনেক কিছু ভালো হয়ে যেতে পারে। মেডিসিনের থেকেও বেশি ইম্পর্টেন্ট।
মমতা বন্দোপাধ্যায়ের বলা এই বিশেষ ওষুধের জন্য লাগবে পেয়ারা পাতা। এই পাতা দিয়েই তৈরি হতে পারে দারুণ একটা চা। যা প্রতিরোধ করতে পারে ডায়বেটিসকেও। মমতার টিপস, শুরুতে কয়েকটা পাতা তুলে নিয়ে তা ভাল করে ধুয়ে নিতে হবে। এরপর তা ভাল করে কুচি কুচি করে কেটে নিতে হবে। এরপর তা গরম জলে ফুটিয়ে নিতে হবে। তাতে একটু লেবু দিয়ে সেই চা খেতে পারলে ডায়বেটিস রোগ থেকে মুক্তি পাওয়া যায়।
বৃহস্পতিবার 'শিল্পান্ন'র উদ্বোধনী অনুষ্ঠানে আরও একবার বোরোলিনের নতুন মোড়কের সঙ্গে তাঁর যোগের কথাও মনে করিয়ে দেন মমতা। বলেন, 'বোরোলিন আগে মেয়েরা, এমনকি ছেলেরাও ব্যবহার করতেন। সেটা একটু মোটা, মানে ভারী টাইপের ছিল। আমি একদিন ওদের ডাকলাম, বললাম এটাকে হালকা করো। আর তুমি জ্যাসমিন, ভেসলিন, ভ্যানিলা করো। দেখবেন পাতলা পাতলা, মেয়েরা যাতে ছোট ব্যাগে রাখতে পারে, এমন বোরোলিন তৈরি হয়েছে। ওদের মার্কেট ভীষণ ভালো। এক্সপোর্ট ওরিয়েন্টেড'। ২০২৩ সালের আগস্ট মাসে মমতা বলেছিলেন,'আমার একটা আইডিয়াতেই বোরোলিনের বাজার হু হু করে বেড়ে গিয়েছে। ব্যবসায় ছোট ছোট টিপস কাজে আছে, অনেক কাজে লাগে'।