Advertisement

Happy Bhai Phota 2021: ভাইফোঁটায় WhatsApp, Facebook, Instagram-এ সকলকে পাঠান ভার্চুয়াল শুভেচ্ছা

Bhai Phonta 2021 Wishes: কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ভাইফোঁটা। জেনে নিন ভ্রাতৃ দ্বিতীয়ার শুভ দিনে সকলকে কী ভার্চুয়াল শুভেচ্ছা বার্তা  (Bhai Phonta 2021 Wishes) দিতে পারেন আপনি। 

ভাইফোঁটার ভার্চুয়াল শুভেচ্ছা ভাইফোঁটার ভার্চুয়াল শুভেচ্ছা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Nov 2021,
  • अपडेटेड 9:16 PM IST
  • কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ভাইফোঁটা।
  • ভাইয়ের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে বোনেরা এই রীতি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন। 
  • এই বছর ভাইফোঁটা পড়েছে ৬ নভেম্বর।

Bhai Phonta 2021 Wishes: বাঙালির বারো মাসে তের পার্বণ। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ভাইফোঁটা। এটি ভাই-বোনের অটুট বন্ধনের কামনায় পালিত একটি পবিত্র উৎসব। ভাইয়ের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে বোনেরা এই রীতি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন। 

ভাইফোঁটার দিন বোনেরা তাদের ভাই -দাদাদের কপালে চন্দন-কাজল- দইয়ের ফোঁটা পরিয়ে মন্ত্রোচ্চারণ করে তাঁদের মঙ্গল কামনা করেন। জেনে নিন ভ্রাতৃ দ্বিতীয়ার শুভ দিনে সকলকে হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে কী ভার্চুয়াল শুভেচ্ছা বার্তা  (Bhai Phonta 2021 Wishes) দিতে পারেন আপনি। 


ভ্রাতৃ দ্বিতীয়া ২০২১ - শুভেচ্ছাবার্তা  

আরও পড়ুন

* ভ্রাতৃ দ্বিতীয়ার এই পবিত্র দিনে, সুখে থাকুক সবাই। শুভ ভ্রাতৃ দ্বিতীয়া! 

* ভাইফোঁটা মানেই ভাই-বোনের ভালোবাসার অঙ্গীকার। ভ্রাতৃ দ্বিতীয়ার শুভেচ্ছা সকলকে।  

* যতই ঝগড়া হোক, ভাই-বোনের সম্পর্ক থাকুক অটুট। শুভ ভ্রাতৃ দ্বিতীয়া সকলকে! 

* এই শুভ তিথিতে তোর কপালে দেব চন্দন -কাজলের ফোঁটা। শুভ ভ্রাতৃ দ্বিতীয়া! 

* ভ্রাতৃ দ্বিতীয়ার অনেক শুভেচ্ছা জানাই আপনার ও আপনার পরিবারকে। 

* জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার বোন হোক সফল। এটাই প্রার্থনা ভগবানের কাছে। শুভ ভ্রাতৃ দ্বিতীয়া ২০২১!

 

* ভ্রাতৃ দ্বিতীয়া নয়, শুধু উপহারের বিনিময়, ভ্রাতৃ দ্বিতীয়া একসূত্রে বাঁধে ভালোবাসার হৃদয়। 

* আমার মিষ্টি বোনকে জানাই ভ্রাতৃ দ্বিতীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা... 

* এই ভ্রাতৃ দ্বিতীয়া আরও মজবুত করে তুলবে ভাই-বোনের ভালোবাসার বন্ধন। শুভ ভাইফোঁটা সকলকে! 

* বন্ধন হোক মানবিকতার, অটুট থাকুক ঐক্য। শুভ ভ্রাতৃ দ্বিতীয়া! 

* শুভ ভ্রাতৃ দ্বিতীয়া ২০২১! মিলেমিশে থাকুক পৃথিবীর সকল ভাই -বোন। 

* এই বন্ধন হয়ে থাক সদা চিরন্তন! ভ্রাতৃ দ্বিতীয়ার শুভেচ্ছা সকলকে... 

* ভাই- বোনের সম্পর্ক হয়ে উঠুক অটুট, অপূর্ব ও অমর... এই কামনা করে সকলকে জানাই শুভ ভ্রাতৃ দ্বিতীয়া!   

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement