কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ভাইফোঁটা (Bhaiphonta)। এটি ভাই-বোনের (Brothers And Sisters) অটুট বন্ধনের কামনায় পালিত একটি পবিত্র উৎসব। ভাইয়ের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে বোনেরা এই রীতি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন।
ভাইফোঁটার দিন বোনেরা তাদের ভাই -দাদাদের কপালে চন্দন-কাজল- দইয়ের ফোঁটা পরিয়ে মন্ত্রোচ্চারণ করে, তাদের মঙ্গল কামনা করেন। এই ভ্রাতৃদ্বিতীয়ার (Bhatri Dwitiya) শুভ দিনে সকলকে শুভেচ্ছা পাঠান। জানুন কী মেসেজ (Bhaiphota Message) পাঠাতে পারেন আপনি।
ভ্রাতৃদ্বিতীয়া ২০২৫ -র শুভেচ্ছাবার্তা (Bhaiphota 2025 Wishes)
* আমাদের মধ্যে ভালোবাসা এবং বিশ্বাসের বন্ধন প্রতি বছর আরও দৃঢ় হোক। শুভ ভ্রাতৃদ্বিতীয়া!
* এই ভ্রাতৃদ্বিতীয়ায়, আমি তোমার স্বাস্থ্য এবং অফুরান আনন্দের প্রার্থনা করি।
* জীবনের প্রত্যেকটি মুহূর্তে আমরা যেন একে অপরের সঙ্গে থাকতে পারি, শুভ ভাইফোঁটা।
* আমাদের স্নেহের বন্ধন সর্বদা অটুট থাকুক।
* বন্ধন হোক মানবিকতার, অটুট থাকুক ঐক্য। শুভ ভ্রাতৃ দ্বিতীয়া!
* ভাই- বোনের সম্পর্ক হয়ে উঠুক অটুট, অপূর্ব ও অমর... এই কামনা করে সকলকে জানাই শুভ ভ্রাতৃদ্বিতীয়া!
* এই শুভ তিথিতে তোর হাতে পরাবো চির বন্ধনের রাখি। শুভ ভাইফোঁটা!
* ভ্রাতৃদ্বিতীয়ার অনেক শুভেচ্ছা, আদর ও ভালোবাসা।
* তুই আমার চিরকালের রক্ষক এবং পথপ্রদর্শক। শুভ ভাইফোঁটা!
* এই ফোঁটা তোমাকে শান্তি, সমৃদ্ধি এবং সাফল্য এনে দিক।
* মন জুড়ে থাকলে দূরত্ব কোনও ব্যাপার না। শুভ ভাইফোঁটা!
* আকাশের তারার মতো উজ্জ্বল হোক তোমার জীবন, খুশিতে ভরে থাকুক তোমার মন। ভাইফোঁটার পবিত্রক্ষণে ভাইয়ের তরফ থেকে তার বোনের জন্য অনেক অনেক শুভেচ্ছা।
* তুমি আমার জীবনে সুখ এবং স্নেহে ভরিয়েছো। ভাইফোঁটার শুভেচ্ছা!
* এই ভাইফোঁটায় তোমার সুখ, সমৃদ্ধি কামনা করি। শুভ ভ্রাতৃদ্বিতীয়া!
* জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার বোন হোক সফল। এটাই প্রার্থনা ভগবানের কাছে। শুভ ভ্রাতৃদ্বিতীয়া ২০২৫!
* আমার মিষ্টি বোনকে জানাই ভ্রাতৃ দ্বিতীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা...
* এই ভ্রাতৃদ্বিতীয়া আরও মজবুত করে তুলবে ভাই-বোনের ভালোবাসার বন্ধন। শুভ ভাইফোঁটা সকলকে!
* যতই ঝগড়া হোক, ভাই-বোনের সম্পর্ক থাকুক অটুট। শুভ ভাইফোঁটা সকলকে!
* হাসি কান্না ভালোবাসায় সারা জীবন এই ভাবেই যেন বেঁচে থাকি আমরা, এই কামনাই করি সারা জীবন। শুভ ভ্রাতৃদ্বিতীয়া।
* আমার সেরা বন্ধু এবং পথপ্রদর্শক হওয়ার জন্য তোমায় ধন্যবাদ।
* এই ভাইফোঁটায় তোমার শান্তি, সাফল্য এবং সুখ সর্বদা কামনা করি।
* জীবন আমাদের যেখানেই নিয়ে যাক না কেন, আমাদের বন্ধন চিরস্থায়ী হবে। ভ্রাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা!
ভাইফোঁটা ২০২৫ দিনক্ষণ (Bhaiphota 2025 Date Time)
* ভ্রাতৃ দ্বিতীয়া - ২৩ অক্টোবর (৫ কার্তিক), বৃহস্পতিবার।
* দ্বিতীয় শুরু - ২২ অক্টোবর (৪ কার্তিক) সন্ধ্যা ৬/১৬ মিনিট থেকে।
* দ্বিতীয়া শেষ - ২৩ অক্টোবর (৫ কার্তিক) রাত ৮/১৯।