Advertisement

Happy Father's Day 2024: হ্যাপি ফাদার্স ডে! বাবাকে মনের কথা জানিয়ে শেয়ার করুন মেসেজ

Happy Father's Day 2024 Wishes in Bengali: আজকাল বেশীরভাগ বাবারাই টেক স্যাভি। তারা পছন্দ করেন এই দিনটি ছেলে-মেয়েরা বিশেষ ভাবে উদযাপন করুক। আবার অনেকে কর্মসূত্রে বা একাধিক কারণে বাবার থেকে দূরে থাকেন। তাই এই 'ফাদার্স ডে'-তে আপনার বাবা কিংবা পিতৃসমদের স্পেশাল অনুভূতি দিতে পারেন সামাজিক মাধ্যমের সাহায্যে।

ফাদার্স ডে-র মেসেজ ফাদার্স ডে-র মেসেজ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Jun 2024,
  • अपडेटेड 8:41 PM IST

কয়েকটি শব্দে বাবাদের সংজ্ঞা দেওয়া মুশকিল। বলা চলে নিখাদ ভালবাসা এবং স্নেহের সঠিক সংজ্ঞা বাবা। ভিন্ন ভাষা ও সমাজে ডাকা হয় আলাদা নামে। কিন্তু প্রায় সব বাবারাই তাদের সন্তানের কাছে বটবৃক্ষসম। হাজারো ব্যস্ততার মধ্যেও আমাদের জীবনকে আরও উন্নত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যান তারা। প্রতি বছর, বিশ্বজুড়ে পালিত হয় 'পিতৃ দিবস' বা 'ফাদার্স ডে' (Father's Day)।  পৃথিবী জুড়ে বিভিন্ন সময়ে এই দিন উদযাপন হলেও, জুন মাসের তৃতীয় রবিবার ভারতে পালিত হয়  'ফাদার্স ডে'। এই বছর এই বিশেষ দিনটি পড়েছে ১৬ জুন।

 

আজকাল বেশীরভাগ বাবারাই টেক স্যাভি। তারা পছন্দ করেন এই দিনটি ছেলে-মেয়েরা বিশেষ ভাবে উদযাপন করুক। আবার অনেকে কর্মসূত্রে বা একাধিক কারণে বাবার থেকে দূরে থাকেন। তাই এই 'ফাদার্স ডে'-তে আপনার বাবা কিংবা পিতৃসমদের স্পেশাল অনুভূতি দিতে পারেন সামাজিক মাধ্যমের সাহায্যে। জানুন এই বিশেষ দিন কী ভার্চুয়াল বার্তা দিতে পারেন আপনি।   

আরও পড়ুন

 

 ফাদার্স ডে ২০২৪-র মেসেজ (Father's Day 2024 Message)

* বাবা মানে শত শাসন সত্ত্বেও এক নিবিড় ভালবাসা। 

* তুমিই আমার সুপার হিরো! হ্যাপি ফাদার্স ডে, বাবা...

* এভাবেই পাশে থেকো বাবা! অনেক ভালোবাসি তোমায়... হ্যাপি ফাদার্স ডে!

* তোমার হাত ধরেই পৃথিবী চিনতে শিখেছি...হ্যাপি ফাদার্স ডে!

 

* তুমিই আমাকে শিখিয়েছ জীবনে শক্ত থেকে কীভাবে লড়াই করে যেতে হয়...আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। হ্যাপি ফাদার্স ডে!

* আমি ভাগ্যবান যে তোমার মতো একজন বাবা পেয়েছি। অনেক ধন্যবাদ বাবা.. হ্যাপি ফাদার্স ডে!

*  বাবার কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল!  

* তোমার জন্যে রইলো অনেক খুশী, প্রতিদিনের জন্যে! হ্যাপি ফাদার্স ডে। 

* দুনিয়ার সব কিছু বদলে গেলেও, বাবার ভালোবাসা কখনও বদলায় না। পিতৃ দিবসের শুভেচ্ছা। 

Advertisement

অনেকে মনে করেন শুধু একদিন কেন, রোজ হয়ে উঠুক ফাদার্স ডে। তবে বর্তমান সময় দাঁড়িয়ে, বাবাদের জন্য প্রতিটি দিন স্পেশাল করে তোলা কর্ম ব্যস্ততার ফাঁকে অসম্ভব। তাই একটা দিন যদি তাঁরা একটু 'স্পেশাল ফিল' করেন, তাহলে ক্ষতি কী? 


 

Read more!
Advertisement
Advertisement