জীবনের সুর, তাল, ছন্দ সব এক সুতোয় মিলিয়ে দেয় বন্ধুরা (Friends)। মন খারাপ কিংবা ভাল, মুড স্যুং কিংবা আহ্লাদ, যে কোনও আবেগ নিমেষে পরিবর্তন করার ক্ষমতা শুধু বন্ধুদের আছে। বিভিন্ন বয়সে, ভিন্ন প্রকারে সংজ্ঞা পাল্টেই সামনে আসে জীবনের বন্ধু। তাইতো পরিবারের সদস্য থেকে আদরের পোষ্য যে কোনও কেউ হয়ে উঠতে পারে পরম কাছের বন্ধু।
সত্যি কথা বলতে বন্ধুদের জন্য আলাদা কোনও দিনক্ষণ হয় না। যে কোনও ঋতুতে, দিনে কিংবা রাতে শুধু নিঃস্বার্থভাবে পাশে থাকতে পারে এই বন্ধু নামক মানুষটি। তবু আরও রকমারি দিন উদযাপনের ন্যায় প্রতিবছর পৃথিবীর অনেকে দেশে ৩০ জুলাই ফ্রেন্ডশিপ ডে পালন হলেও, ভারতে এই দিনটি উদযাপন হয় আগস্ট মাসের প্রথম রবিবার। এই বছর 'ফ্রেন্ডশিপ ডে' (Friendship Day) পড়েছে ১ অগাস্ট।
আরও পড়ুন: কবে পড়েছে এই বছরের 'ফ্রেন্ডশিপ ডে'? জানুন এদিনের অবাক করা ইতিহাস
তবে ২০২০ সাল থেকে ভাটা পড়েছে একাধিক উৎসবে। দেশের বিভিন্ন রাজ্যে চলছে আংশিক লকডাউন। সেই সঙ্গে করোনার বার বাড়ন্তে ভীত সকলে। তবে শুভেচ্ছা বার্তা দেওয়া তো এই ইন্টারনেটের যুগে আটকে থাকে না। তাই দেখে নিন নিজের হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম, ট্যুইটার কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে 'ফ্রেন্ডশিপ ডে' (Friendship Day 2021) -এ কী ভার্চুয়াল বার্তা দিতে পারেন আপনি।
ফ্রেন্ডশিপ ডে -র শুভেচ্ছা বার্তা (Friendship Day 2021 Wishes)
* বন্ধু সেই, যে তোমার জীবনের সবটুকু জেনেও তোমায় ভালোবাসে।
* বন্ধুত্ব এক মুল্যবান উপহার, যাকে কোনও দাম বা অর্থ দিয়ে বিচার করা যায় না!
* বন্ধুরা পাশে থাকলে, ভাল সময় হয়ে ওঠে আরও সুন্দর, খারাপ সময় হয় সহজ।
* তোরা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার। সকলকে বন্ধু দিবসে শুভেচ্ছা।
* যখন তুমি নিজের ওপর বিশ্বাস ফারিয়ে ফেল, তখন যে তোমার ওপর বিশ্বাস রাখে, সেই আসল বন্ধু।
* বন্ধু মানে, অনেক অভিমান থাকলেও, দুটি হৃদয়ের টান। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে!
* বন্ধু সেই, যে তোমার হৃদয়ের ভাল লাগার সুর জানে। সেই সুর তুমি ভুলে গেলেও, সে তোমায় মনে করিয়ে দেয় বারবার।
* বন্ধুত্ব হোক ভেজালহীন। সকলকে শুভেচ্ছা এই বিশেষ দিনের!
* একে অপরের বিপদে পাশে দাঁড়াবো ঠিক এভাবেই। অটুট থাকুক আমাদের বন্ধুত্ব। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে ২০২১!
* বন্ধু মানে ভীষণ আপন, হাতে হাত রেখে এগিয়ে চলার সাথী। সকলকে বন্ধু দিবসে শুভেচ্ছা!
* বন্ধুত্ব হোক চিরকালীন, চিরসবুজ! হ্যাপি ফ্রেন্ডশিপ ডে!
* বন্ধু মানে হাসি- ঠাট্টা, জয় -পরাজয়, বন্ধু মানে অশ্রু ফেলার নীরব আশ্রয়! হ্যাপি ফ্রেন্ডশিপ ডে!
* আমরা সময় কাটাটে বন্ধুদের সঙ্গে থাকি না, বরং বন্ধুদের সঙ্গে থাকার জন্য সময় খুঁজি। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে!
* বন্ধু হওয়া উচিত আয়না এবং ছাতার মতো। কারণ আয়না কখনও মিথ্যে বলে না এবং ছায়া কখনও সঙ্গ ছাড়ে না।
আরও পড়ুন: কীভাবে জন্মায় যমজ সন্তান? ভ্রূণ থেকেই লিঙ্গের প্রকার ঠিক হয় এভাবে
অনেকে মনে করেন শুধু একদিন কেন, রোজ হয়ে উঠুক 'ফ্রেন্ডশিপ ডে'। তবে এই একবিংশ শতাব্দীতে, প্রতিদিনের ব্যস্ততার ফাঁকে অসম্ভব সেটা। তাই একটা দিন যদি বন্ধুরা একটু 'স্পেশাল ফিল' করেন, মনের আনন্দে কাটান তাহলে ক্ষতি কী?