Advertisement

Guru Purnima 2024 Wishes: গুরু পূর্ণিমার শুভেচ্ছা! নিজের গুরুকে শ্রদ্ধা জানান এই মেসেজের মাধ্যমে

Guru Purnima 2024 Wishes: হিন্দু ও বৌদ্ধ ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। 'গুরু' শব্দটি দ্বারা এমন ব্যক্তিকে নির্দেশ করা হয় যিনি অন্ধকার দূরীভূত করেন, অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান তিনিই গুরু।

গুরু পূর্ণিমার শুভেচ্ছা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Jul 2024,
  • अपडेटेड 8:43 PM IST

হিন্দু ও বৌদ্ধ ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু পূর্ণিমা। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই তিথিতেই মুণি পরাশর ও সত্যবতীর ঘরে মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিনে মহর্ষি বেদব্যাসের জন্ম জয়ন্তীও পালন করা হয়। অন্যদিকে বৌদ্ধ ধর্ম মতে, বোধিজ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমায় সারনাথে প্রথম শিষ্যদের উপদেশ দেন গৌতম বুদ্ধ। এই বছর ২৪ জুলাই পালিত হচ্ছে গুরু পূর্ণিমা। 

'গুরু' শব্দটি 'গু' এবং 'রু' এই দুটি সংস্কৃত শব্দ দ্বারা গঠিত। 'গু' শব্দের অর্থ 'অন্ধকার' বা 'অজ্ঞতা' এবং 'রু' শব্দের অর্থ 'অন্ধকার দূরীভূত করা'। 'গুরু' শব্দটি দ্বারা এমন ব্যক্তিকে নির্দেশ করা হয় যিনি অন্ধকার দূরীভূত করেন, অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান তিনিই গুরু।

 

আমাদের মনের সব সংশয়, সন্দেহ, অন্ধকার দূর করেন এবং নতু ন পথের দিশা দেখান গুরু। তাই এই দিন অত্যন্ত শুভ বলে বিবেচিত এবং এর মাহাত্ম্য অনেক। বিশেষ দিনে নিজের হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে গুরু পূর্ণিমায় কী ভার্চুয়াল বার্তা দিতে পারেন আপনি, জেনে নিন।

 

গুরু পূর্ণিমার মেসেজ (Guru Purnima Wishes)

* গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বরঃ , গুরুঃ সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ

* জীবনের প্রতিটি ধাপে, আমায় শিক্ষা ও জ্ঞান দান করেছেন আপনি। অনেক শুভ কামনা এই গুরু পূর্ণিমার শুভ তিথিতে। 

Advertisement

* জীবনের প্রথম শিক্ষক বাবা-মা। তাই তাঁদের জানাই গুরু পূর্ণিমার শুভেচ্ছা! 

 

* আমার অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় নিয়ে এসেছেন আপনি। গুরু পূর্ণিমার পুণ্য তিথিতে আপনাকে জানাই শুভেচ্ছা। 

* জীবনে গুরুর স্থান সবার উপরে। গুরু পূর্ণিমায় আমার গুরুকে জানাই সশ্রদ্ধ প্রণাম। 

* গুরু পূর্ণিমার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সকলকে। শুভ গুরু পূর্ণিমা! 

 

* গুরুর আশীর্বাদে কেটে যাক সব বাধা - বিপত্তি। সফলতা আসুক কর্মে। সকলকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা! 

* বছরের প্রতিটা দিন থাকুক গুরু শিষ্যের এই সুন্দর সম্পর্ক। শুভ গুরু পূর্ণিমা! 

* যে গুরু আজ শিক্ষা দিয়ে আমাদের ভবিষ্যত উজ্জ্বল করে, সেই গুরুকে আজকের এই গুরু পূর্ণিমার পূণ্যতিথিতে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই। গুরু পূর্ণিমার শুভেচ্ছা। 

* এই গুরু পূর্ণিমায় আমার গুরুকে জানাই সশ্রদ্ধ প্রণাম।

* জ্ঞান ছাড়া শিক্ষা সম্পূর্ণ হয় না, গুরু ছাড়া জ্ঞান সম্পূর্ণ হয় না। গুরু ছাড়া সত্য জানা যায় না, গুরু ছাড়া দোষ কাটে না- সেই গুরুদের জানাই, শুভ গুরু পূর্ণিমা। 
 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement