Advertisement

Happy Janmashtami 2024 Wishes: জয় গোপাল! জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাতে সকলকে পাঠান এই মেসেজ

Janmashtami 2024 Wishes: প্রতি বছর এই তিথিতে কৃষ্ণের ছোটবেলার রূপ, ননীগোপালের পুজো করা হয়। শ্রীকৃষ্ণের জন্ম তিথিতে দেশ জুড়ে পালিত জন্মাষ্টমী। হিন্দুদের বারো মাসে তের পার্বণের মধ্যে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উৎসব।

জন্মাষ্টমীর শুভেচ্ছা জন্মাষ্টমীর শুভেচ্ছা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 Aug 2024,
  • अपडेटेड 6:41 PM IST

বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ কংসের কারাগৃহে জন্ম হয়। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। প্রতি বছর এই তিথিতে কৃষ্ণের ছোটবেলার রূপ, ননীগোপালের পুজো করা হয়। শ্রীকৃষ্ণের জন্ম তিথিতে দেশ জুড়ে পালিত জন্মাষ্টমী। 

হিন্দুদের বারো মাসে তের পার্বণের মধ্যে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উৎসব। জন্মাষ্টমী উপলক্ষে নবদ্বীপ, নদীয়া, মথুরা, বৃন্দাবন সহ দেশের বিভিন্ন স্থানে মহা সমারোহে উৎসব পালন করা হয়। প্রায় একমাস আগে থেকে চলে তার প্রস্তুতি। জেনে নিন বিশেষ দিনে সকলকে হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে কী ভার্চুয়াল বার্তা (Janmashtami 2024 Messages) দিতে পারেন আপনি। 

 

আরও পড়ুন

জন্মাষ্টমী ২০২৪ -র শুভেচ্ছাবার্তা (Janmashtami 2024 Wishes) 

* জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা সকলকে। শুভ হোক সব। 

* গ্লানি ভবতি ভারত অভ্যূত্থানম অধর্মস্য তদাতনং সৃজাম্যহম। শুভ জন্মাষ্টমী।  

* জয় কানহাইয়ালাল কি! জন্মাষ্টমীর শুভেচ্ছা আপনার ও আপনার পরিবারকে। 

* শুভ জন্মাষ্টমী ২০২৪।  

 

 

* এই জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সমস্ত চিন্তা, ভাবনা ও উদ্বেগ থেকে মুক্ত করে, ভালোবাসা দিক। 

* জন্মাষ্টমীর শুভেচ্ছা সকলকে।  

* যিনি সারা বিশ্বকে প্রেমের পথ দেখিয়েছেন, তার জন্মতিথিতে বিশ্ববাসীর থাকুক সুখে -শান্তিতে - সমৃদ্ধিতে! 

* রাধার প্রেম, বাঁশির মিষ্টি সুর, মাখনের স্বাদ, গোপিনীদের লীলা, এগুলির সমন্ব্যে সুন্দর হয়ে উঠুক এবারের জন্মাষ্টমী।

 

* আপনার দরজায় পড়ুক শ্রীকৃষ্ণের পদধূলি, তার জন্য আপনি খুশির প্রদীপ জ্বালান, আপনার সব দুঃখ মুছে যাক। শুভ জন্মাষ্টমী! 

* জন্মাষ্টমী ভালোবাসা ও ভাগ্যের দিন। ভক্তদের প্রেমিক ও বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। 

* ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে জীবনের সঠিক পথ দেখাবেন, এই কামনা করি। তিনি সর্বদা মঙ্গল করুক সকলের। 
  
* জগৎবাসীকে রক্ষা করার জন্য এক আঙুলের ওপর পর্বত উঠিয়েছিলেন যিনি, সেই শ্রীকৃষ্ণকে মনে করার জন্য এল

Advertisement

জন্মাষ্টমী! শুভ হোক সব... 

 

জন্মাষ্টমী ২০২৪-র কবে পড়েছে? 

এবছর ২৬ অগাস্ট পড়েছে জন্মাষ্টমী এবং ২৭ অগাস্ট নন্দোৎসব। 
 
জন্মাষ্টমী ২০২৪-র অষ্টমী তিথি 

২৬ অগাস্ট ঘ  ৮/৩৫/২৩ থেকে ২৭ অগাস্ট ঘ ৬/৪৭/৩২ পর্যন্ত থাকবে অষ্টমী তিথি। 


 

Read more!
Advertisement
Advertisement