Advertisement

Makar Poush Sankranti 2023 Wishes: শুভ মকর -পৌষ সংক্রান্তি, প্রিয়জনকে পাঠান এই মেসেজ

Poush Sankranti Wishes 2023 in Bangla: এই মকর ও পৌষ সংক্রান্তির শুভ দিনে প্রিয়জন বা আত্মীয়- পরিজনদের কী ভার্চুয়াল শুভেচ্ছা বার্তা শেয়ার করতে পারেন আপনি।

মকর- পৌষ সংক্রান্তি ২০২৩ -এর শুভেচ্ছা বার্তা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jan 2023,
  • अपडेटेड 6:30 PM IST

গ্ৰেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী হিন্দুদের প্রধান উৎসবগুলির মধ্যে মকর সংক্রান্তি (Makar Sankranti) বছরের সর্বপ্রথম উৎসব। পৌষ মাসের শেষ দিন পালন করা হয় এই উৎসব। শোনা যায় সূর্য এদিন নিজের ছেলে মকর রাশির অধিপতি শনির বাড়ি এক মাসের জন্য ঘুরতে গিয়েছিলেন। এদিনই দক্ষিণায়ন শেষে সূর্যের উত্তরায়ণ পালিত হয়। 

দেশের বিভিন্ন প্রান্তে পালিত হয় মকর সংক্রান্তি। অঞ্চলভেদে এই বিশেষ দিনটি পালন করার ভিন্ন রীতিনীতি আছে। লোহরি, পোঙ্গল, বিহু, উত্তরায়ণ ইত্যাদি উৎসবের প্রস্তুতি পর্ব চলে বেশ কিছুদিন আগে থেকেই। পশ্চিমবাংলায় এই বিশেষ দিনটি পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ নামে পরিচিত। দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরে প্রত্যেক বছর আয়োজন হয় গঙ্গাসাগর মেলার। এই মকর ও পৌষ সংক্রান্তির শুভ দিনে প্রিয়জন বা আত্মীয়- পরিজনদের কী ভার্চুয়াল শুভেচ্ছা বার্তা শেয়ার করতে পারেন আপনি।

 

মকর- পৌষ সংক্রান্তি ২০২৩ -এর শুভেচ্ছা বার্তা (Makar- Poush Sankranti 2023 Wishes)

* এই মকর সংক্রান্তি আপনার জীবনে নতুন সূচনা এবং সাফল্য বয়ে আনুক। 

* ফসলের দিনে ভরা থাক তোমার জীবনও। শুভ পৌষ পার্বণ ২০২৩। 

* আজ আকাশে অনেক ঘুড়ি উড়ছে, সে আনন্দে ভেসে যাও তুমিও। ভাল কাটুক আগামী দিনগুলি...  শুভ মকর সংক্রান্তি ২০২৩।  

* মকর সংক্রান্তির আগুন আপনার জীবনের সমস্ত দুঃখ জ্বালিয়ে দিক, ফিরিয়ে আনুক সমস্ত আনন্দ। 

 

* সূর্যের মতো উজ্জ্বল হোক তোমার জীবন। জীবনের সবচেয়ে উজ্জ্বল দিনটি যেন তোমার জীবনে আসে খুব শীঘ্রই। মকর ও পৌষ সংক্রান্তির শুভেচ্ছা। 

Advertisement

* পৌষ মাসে পিঠে-পুলি মহা ধূমধাম, ঘরে ঘরে পিঠে গড়ে ধন্য পল্লীগ্রাম। শুভ মকর সংক্রান্তি! 

* যেভাবে ঘুড়ি আকাশে উড়ে যায়, তুমিও সাফল্যের সিঁড়ি বেয়ে অনেক উপরে ওঠো। মকর সংক্রান্তির শুভেচ্ছা! 

* এই মকর সংক্রান্তিতে তোমার ও তোমার পরিবারকে মিষ্টি শুভেচ্ছা! শুভ হোক সব। 

* সূর্যের উত্তরায়ণের সঙ্গে এই মকর সংক্রান্তিতে তোমার জীবনে আসুক শান্তি, সুখ ও সমৃদ্ধি! শুভ মকর সংক্রান্তি ২০২৩। 

* আজকের এই শুভ দিনে, প্রার্থনা করি সকলের জীবনের দুঃখ, বেদনা কেটে জীবনে আনন্দ আসুক। 

* আপনার ও আপনার পরিবারকে মকর সংক্রান্তির আন্তরিক শুভেচ্ছা জানাই! 

* পৌষ পার্বণের শুভ দিনে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকুক আপনার ও আপনার পরিবারের উপর, এই কামনা করি। 

 

* এই বছরের পৌষ পার্বণ ও মকর সংক্রান্তিতে আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও শান্তি কামনা করি। 

* এই মকর সংক্রান্তি, আপনার জীবনে নব সূচনা এবং সাফল্য বয়ে আনুক! মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা রইল। 

* আপনার সকল আশা পূর্ণ হোক, আনন্দে কাটুক আগামী সময়টা... পৌষ পার্বণের শুভেচ্ছা! 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement