সকলের জীবনের প্রথম গাইড, দার্শনিক, পরামর্শদাতা এবং বন্ধু হল মা (Maa)। কথাতেই বলে, যেহেতু ঈশ্বর সর্বত্র উপস্থিত থাকতে পারেন না, তাই তিনি মায়েদের (Mothers) তৈরি করেছিলেন। বেশিরভাগ মহিলারাই বলেন মাতৃত্ব তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। চোখ বন্ধ করেও মায়ের উপর ভরসা করা যায়। প্রতি বছর, বিশ্বজুড়ে পালিত হয় মাতৃ দিবস বা মাদার্স ডে (Mother's Day)। সন্তানের সবচেয়ে বড় আশ্রয় তার মা।
ভিন্ন ভাষা ও সমাজে আলাদা নামে ডাকা হলেও প্রায় সব মায়েরাই একই রকম। যদিও কয়েকটি শব্দে মায়ের সংজ্ঞা দেওয়া মুশকিল। বলা চলে নিখাদ ভালোবাসা এবং স্নেহের সঠিক সংজ্ঞা মা। হাজারো ব্যস্ততার মধ্যেও আমাদের জীবনকে আরও উন্নত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যান তাঁরা।
প্রতি বছর, বিশ্বজুড়ে পালিত হয় 'মাতৃ দিবস' বা 'মাদার্স ডে' (Mother's Day)। মে মাসের দ্বিতীয় রবিবার পৃথিবী জুড়ে হয় মাদার্স ডে। এই বছর এই বিশেষ দিনটি পড়েছে ১১ মে। এই 'মাদার্স ডে'-তে আপনার মা কিংবা মাতৃসমদের স্পেশাল অনুভূতি দিতে পারেন সামাজিক মাধ্যমের সাহায্যে। জেনে নিন নিজের মা বা মাতৃ স্থানীয়দের কী ভার্চুয়াল বার্তা দিতে পারেন আপনি।
মাদার্স ডে ২০২৫-র শুভেচ্ছা বার্তা (Mother's Day Wishes)
* মাতৃত্ব!ভালবাসার শুরু আর শেষ এখানেই। শুভ মাতৃ দিবস সকলকে!
* আমার জীবনের শুরু তোমাকে দিয়ে মা, আমার প্রথম শেখা শব্দ হল মা, স্বর্গ আমি দেখিনি, কিন্তু স্বর্গের চেয়ে অনেক বেশি সুন্দর তুমি মা। হ্যাপি মাদার্স ডে।
* যার মা আছে, সে কখনই গরীব নয়!হ্যাপি মাদার্স ডে!
* মা মানেই ছোটবেলা থেকেই আমার খুব কাছের বন্ধু। কত বন্ধু এসেছে গিয়েছে, কিন্তু তুমি সবসময় পাশে থেকেছ। প্রণাম নিও মা।
* আজ আন্তর্জাতিক মাতৃদিবসে আমার প্রণাম ও ভালোবাসা নিও মা।
* মা ছাড়া জীবন অচল, নিঃসঙ্গ যাত্রায় প্রতিটি মূহূর্ত নির্জন, জীবনে মায়ের প্রয়োজনীয়তা অসীম, মায়ের আশীর্বাদেই কঠিন পরিস্থিতিও হয় সহজ। মাতৃ দিবসের শুভেচ্ছা!
* আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা... হ্যাপি মাদার্স ডে!
* তোমার শাসন যেন আমাকে চিরকাল সঠিক পথ দেখায়। এই ভরসায় এগিয়ে চলেছি আগামীর দিকে। পাশে থেকে মা। শুভ আন্তর্জাতিক মাতৃদিবস।
* "হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুখ মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরান, মায়ের শীতল কোলে সকল যাতনা ভোলে কত না সোহাগে মাতা বুকটি ভরান।" প্রণাম নিও মা!
* মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল!
* তোমার বকুনি না খেলে হয়তো আজ মানুষ হতেই পারতাম না। আজ যা কিছু হয়েছি, তা তোমার জন্যই সম্ভব হয়েছে।
* প্রথম স্পর্শ মা, প্রথম পাওয়া মা, প্রথম শব্দ মা, প্রথম দেখা মা ,আমার পৃথিবী তুমি মা। মা দিবসের শুভেচ্ছা।
* মায়ের আদরে যে আরাম,ভরসা আছে, তা আর পৃথিবীর কারও আদরে নেই।
* ছোট থেকে সকল বিপদ আপদে পাশে ছিলে তুমি। তোমার হাত ধরেই এত বড় হওয়া। শুভ আন্তর্জাতিক মাতৃদিবস মা।
* যখনই আমি কোনও বিপদে পড়েছি, তখনই তোমাকে পাশে পেয়েছি। আমার কাছে তুমি খুব স্পেশাল মা।
* তুমি পাশে থাকলে সব বাধাবিপত্তিই অনায়াসে পেরিয়ে যাওয়া যায়। তুমি থাকলে সব বিপদ এক নিমেষে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায়।
* তুমি পাশে থাকলে কোনও বাধাই যেন বাধা নয়। তুমি পাশে থাকলে সব বিপদ যেন তুচ্ছ হয়ে যায়। তাই সবসময় তোমার দেখানো পথে চলতে চাই মা। শুভ আন্তর্জাতিক মাতৃদিবস।
* মা তুমিই আমার প্রথম বন্ধু,তুমিই আমার সেরা বন্ধু,তুমিই আমার চিরকালের বন্ধু! তোমায় খুব ভালোবাসি মা...
* দুনিয়ার সব কিছু বদলে গেলেও, মায়ের ভালোবাসা কখনও বদলায় না। মাতৃ দিবসের শুভেচ্ছা।