হিন্দুদের বারো মাসে তের পার্বণ। তার মধ্যে একটি অন্যতম উৎসব হল এই রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন। ভাইয়ের মঙ্গল কামনা করে বোনেরা তাদের হাতে রাখি পরিয়ে দেন পূর্ণিমার পবিত্র তিথিতে। রাধা- কৃষ্ণের ঝুলনযাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব হয়।
মূলত বোন -দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্যে হাতে রাখি বাঁধেন। তবে শুধু ভাই -বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই। যে কোনও ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা যায়। গোটা ভারত জুড়ে উদযাপন হয় এই উৎসবের। এই বছর রাখি পূর্ণিমা পড়েছে ১১ অগাস্ট, বৃহস্পতিবার। জানুন শুভ দিনে সকলকে হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে কী ভার্চুয়াল বার্তা (Raksha Bandhan 2022 Messages) দিতে পারেন আপনি।
রাখি বন্ধন ২০২২ - শুভেচ্ছাবার্তা (Raksha Bandhan 2022 Wishes)
* জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার বোন হোক সফল। এটাই প্রার্থনা ভগবানের কাছে। শুভ রাখি বন্ধন...
* এই শুভ তিথিতে তোর হাতে পরাবো চির বন্ধনের রাখি। শুভ রাখি বন্ধন!
* ভাই- বোনের সম্পর্ক হয়ে উঠুক অটুট, অপূর্ব ও অমর... এই কামনা করে সকলকে জানাই শুভ রাখি বন্ধন!
* রাখির এই পবিত্র দিনে, সুখে থাকুক সবাই। শুভ রাখি পূর্ণিমা!
* বন্ধন হোক মানবিকতার, অটুট থাকুক ঐক্য। শুভ রাখি বন্ধন!
* আমার মিষ্টি বোনকে জানাই রাখি বন্ধনের শুভেচ্ছা ও ভালোবাসা...
* শুভ রাখি বন্ধন ২০২২!
* রাখির এই সুতো আরও মজবুত করে তুলবে ভাই-বোনের ভালোবাসার বন্ধন। শুভ রাখি বন্ধন সকলকে!
* রাখি বন্ধন নয়, শুধু উপহারের বিনিময়, রাখি বন্ধন একসূত্রে বাঁধে ভালোবাসার হৃদয়।
* রাখি পূর্ণিমার শুভেচ্ছা সকলকে।
* এই বন্ধন হয়ে থাক সদা চিরন্তন! রাখির শুভেচ্ছা সকলকে...
* রাখি বন্ধনের অনেক শুভেচ্ছা জানাই আপনার ও আপনার পরিবারকে।
* রাখি বন্ধন মানে রঙিন সুতোর সমাহার, রাখি বন্ধন মানে ভাই-বোনের ভালোবাসার অঙ্গীকার।
* যতই ঝগড়া হোক, ভাই-বোনের সম্পর্ক থাকুক অটুট। শুভ রাখি বন্ধন সকলকে!