Advertisement

Jagannath Rath Yatra 2025 Wishes: জয় জগন্নাথ মহাপ্রভু! রথযাত্রায় প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে পাঠান এই মেসেজে

Rath Yatra 2025 Wishes: বিশ্বাস করা হয় যে, কোনও ব্যক্তি যদি রথযাত্রায় পূর্ণ নিষ্ঠার সঙ্গে অংশ নেন, তাহলে জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে উঠতে পারেন তিনি। প্রিয়জনেদের রথযাত্রার শুভেচ্ছা বার্তা পাঠান সামাজিক মাধ্যমের সাহায্যে। জেনে নিন নিজের হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়ার সাহায্যে কী ভার্চুয়াল বার্তা শেয়ার করতে পারেন আপনি।   

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Jun 2025,
  • अपडेटेड 8:01 PM IST

বছরভর নানা অনুষ্ঠান উদযাপন পালন করেন ভারতবাসী। সনাতন ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হল রথযাত্রা। ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গে মূলত এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ধুমধাম করে রথযাত্রার উৎসব পালিত হয় পুরী, মাহেশ, ইস্কনের মন্দিরে। এছাড়াও যে সমস্ত মন্দিরে ও বনেদি বাড়িতে জগন্নাথদেব আছেন, সেখানেও ঘটা করে পালন করা হয় এই উৎসব। 
 
রথযাত্রা উপলক্ষে, পুরীর রথে জগন্নাথ মহাপ্রভুর দর্শন হওয়া খুব শুভ বলে বিবেচিত। জগনাথ, শুভদ্রা ও বলভদ্রর জন্য তিনটি রথ তৈরি করা হয়। যা দেখার জন্য ফি বছর ভিড় জমান লক্ষ লক্ষ ভক্ত ও দর্শনার্থী। এটা বিশ্বাস করা হয় যে, কোনও ব্যক্তি যদি রথযাত্রায় পূর্ণ নিষ্ঠার সঙ্গে অংশ নেন, তাহলে জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে উঠতে পারেন তিনি।

 

প্রিয়জনেদের রথযাত্রার শুভেচ্ছা বার্তা পাঠান সামাজিক মাধ্যমের সাহায্যে। জেনে নিন নিজের হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়ার সাহায্যে কী ভার্চুয়াল বার্তা শেয়ার করতে পারেন আপনি।   

আরও পড়ুন

রথযাত্রার মেসেজ 

* মহাপ্রভু জগন্নাথ রথযাত্রার এই পবিত্র দিনে আপনাকে এবং আপনার পরিবারকে আনন্দ ও সুখে ভরিয়ে তুলুন। রথযাত্রার আন্তরিক প্রীতি ,শুভেচ্ছা ও অভিনন্দন!

* "নীলাচলনিবাসায় নিতাই পরআত্মনে। বলভদ্র সুভদ্রারাং শ্রী জগন্নাথায়তে নমোঃ ।।" রথযাত্রার অভিনন্দন ও শুভ কামনা। জয় জগন্নাথ!

* মহাপ্রভু জগন্নাথের কৃপায় আপনার সকল স্বপ্ন পূরণ হোক। রথযাত্রার পবিত্র দিনে আপনার পরিবারে সুখ ও শান্তি বিরাজ করুক।

 

* আপনাকে একটি আনন্দময় এবং সমৃদ্ধ রথযাত্রা কামনা করছি! ভগবান জগন্নাথ আপনাকে স্বাস্থ্য, সম্পদ এবং সুখের আশীর্বাদ করুন

* পবিত্র রথযাত্রা উপলক্ষ্যে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ,অভিনন্দন ও ভালোবাসা। 

* রথের দড়ির টানে ও রথের চাকার ঘূর্ণনের সঙ্গে আপনার ভাগ্যের চাকা ও ধাবমান হোক সুখ শান্তি ও সমৃদ্ধির পথে! মহাপ্রভু জগন্নাথ সহায়! 

Advertisement

* পবিত্র রথযাত্রার দিনে আপনার হৃদয় আনন্দে ভরে উঠুক। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকুক। শুভ রথযাত্রা

* "জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে"! রথযাত্রার পূণ্য লগ্নে সকলকে জানাই শুভেচ্ছা। জয় জগন্নাথ! 

 

* কেটে যাক সব অন্ধকারময় দিন। শুভ হোক সব!  শুভ রথযাত্রা আপনার ও আপনার পরিবারকে। 

* যে জগন্নাথ, তুমি সকলের মনের  আশা পূরণ করে আলোময় করে দাও ভুবন ভরে। জয় জগন্নাথ! 

* এই পবিত্র তিথিতে মানুষের মধ্যে শান্তি সৌহার্দ্য ,সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অটুট মেলবন্ধন গড়ে উঠুক। রথযাত্রার শুভেচ্ছা! 

* ভগবান জগন্নাথের ঐশ্বরিক আশীর্বাদ আপনার জীবন শান্তি ও তৃপ্তিতে ভরে উঠুক।

* ভক্তি আর বিশ্বাসের সাথে রথের রশি স্পর্শ করুন। জগন্নাথ দেবের কৃপায় আপনার জীবন সুখ, সমৃদ্ধি ও শান্তিতে ভরে উঠুক। শুভ রথযাত্রা ২০২৫। 

 

*  জগন্নাথ হলেন রূপের জ্যোতি। জগৎ সংসারে রূপের মূরতি। দুঃখী তাপি পার করতে এসেছেন ভক্তের টানে পৃথিবীতে। শুভ রথযাত্রা!

* প্রভ্য কৃপাময় তুমি, তোমার মনের কথা বলি। দূর করে দাও সকল ব্যথা। নিয়ে চলো আনন্দ যেথা। সকলকে রথযাত্রার শুভেচ্ছা!   

* রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন। ভাল হোক সকলের! 

* রথযাত্রার পুণ্যতিথিতে আন্তরিকভাবে জগন্নাথদেবের কাছে এই প্রার্থনা করি আজ ও আগামী ভাল কাটুক সবার। শুভ রথযাত্রা!

 


রথযাত্রা ২০২৫-র দিনক্ষণ

* রথযাত্রা - ২৭ জুন (১২ আষাঢ়), শুক্রবার। ২৬ জুন বেলা ২/৩৯/৫৮ থেকে ২৭ জুন বেলা ১/১৮/২৩ পর্যন্ত থাকবে দ্বিতীয়া তিথি। 
 
* উল্টো রথযাত্রা (পুনর্যাত্রা) - ৫ জুলাই (২০ আষাঢ়), শনিবার। 

* মাহেন্দ্রযোগ- দিবা ঘ ৫|৫৬ গতে ৬৪৯ মধ্যে ও ৯|২৯ গতে ১০|২২ মধ্যে। 

* অমৃতযোগ- দিবা ঘ ১২|৯ গতে ২|৪৯ মধ্যে এবং রাত্রি ৮|৩০ মধ্যে ও ১২|৪৬ গতে ২|৫৫ মধ্যে ও ৩|৩৭ গতে ৪|৫৮ মধ্যে। 

 

Read more!
Advertisement
Advertisement