Advertisement

Happy Teachers Day 2025 Quotes: ৫ সেপ্টেম্বর টিচার্স ডে! জেনে নিন শিক্ষক দিবসের সেরা উক্তি, বাণী

Teachers Day quotes: আমাদের মনের সব সংশয়, সন্দেহ, অন্ধকার দূর করেন এবং নতুন পথের দিশা দেখান শিক্ষক। প্রতি বছর ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিনে অর্থাৎ ৫ সেপ্টেম্বর, ভারতে পালন করা হয় শিক্ষক দিবস।

শিক্ষক দিবসের উক্তিশিক্ষক দিবসের উক্তি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Sep 2025,
  • अपडेटेड 11:56 AM IST

সমাজ গড়ার কারিগর হলেন শিক্ষক (Teachers)। আদর্শ শিক্ষকের হাত ধরেই তৈরি হয় আদর্শ ছাত্র -ছাত্রী।  আমাদের মনের সব সংশয়, সন্দেহ, অন্ধকার দূর করেন এবং নতুন পথের দিশা দেখান শিক্ষক। তাঁরা নিজেদের জীবনকে উৎসর্গ করে ভবিষ্যতের নাগরিকদের মনকে গঠন করেন। 

প্রতি বছর ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের (Dr. Sarvepalli Radhakrishnan) জন্মদিনে অর্থাৎ ৫ সেপ্টেম্বর, ভারতে পালন করা হয় শিক্ষক দিবস (Teachers Day)। তাই এই দিনের মাহাত্ম্য ছাত্র-ছাত্রী তথা তাঁদের শিক্ষক উভয়ের কাছেই অনেক। এই শিক্ষক দিবসে জীবনের সকল শিক্ষাগুরুর  মুখে হাসি ফোটান। তাঁদের কৃতজ্ঞতা জানান ভার্চুয়াল মাধ্যমে। জেনে নিন শিক্ষক দিবসের কয়েকটি বিখ্যাত বাণী ও উক্তি। 

 

আরও পড়ুন

শিক্ষক দিবসের বাণী ও উক্তি (Teachers Day Famous Quotes)

* "সত্যিকারের শিক্ষক তাঁরাই, যাঁরা আমাদের ভাবতে সাহায্য করেন।"- সর্বপল্লী রাধাকৃষ্ণণ

* "আমাদের মনে রাখতে হবে: একটি বই, একটি কলম, একটি শিশু এবং একজন শিক্ষক বিশ্বকে পরিবর্তন করতে পারে।" – মালালা ইউসুফজাই

* "একজন মহান ও আদর্শ শিক্ষকের মধ্যে কয়েকটি বিশেষ গুণ অবশ্যই থাকা উচিত – করুণা, জ্ঞান এবং অদম্য ইচ্ছাশক্তি।"- এ.পি.জে. আবদুল কালাম

* সৃষ্টিশীল প্রকাশ এবং জ্ঞানের মধ্যে আনন্দ জাগ্রত করা হলো শিক্ষকের সর্বপ্রধান শিল্প।"-আলবার্ট আইনস্টাইন

 

* আমি বরাবরই অনুভব করেছি যে শিক্ষার্থীর জন্য সত্য পাঠ্যপুস্তকই তাঁর শিক্ষক ।"– মহাত্মা গান্ধী

* "একজন শিক্ষক সামগ্রিকভাবে প্রভাব ফেলে, কেউ বলতে পারে না তার প্রভাব কোথায় গিয়ে শেষ হয়।"– হেনরি এডামস

* "শিক্ষক হলেন পরিচালক ও নির্দেশক। তিনি নৌকাটি চালিয়ে যান, কিন্তু চালিকাশক্তির উৎস হল শিক্ষার্থী।"- জন ডিউই

* "মাঝারি মানের শিক্ষক বলেন, ভাল শিক্ষক বুঝিয়ে দেন, শ্রেষ্ঠ শিক্ষক করে দেখান। মহান শিক্ষক অনুপ্রাণিত করেন।"– উইলয়াম আর্থার ওয়ার্ড

 

* "যদি কোন দেশ দুর্নীতিমুক্ত হয় এবং সবার মধ্যে সুন্দর মনের মানসিকতা গড়ে ওঠে, আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি সেখানকার সামাজিক জীবনে তিন রকম মানুষ থাকবে, যারা পরিবর্তন আনতে পারেন। তারা হলেন পিতা, মাতা ও শিক্ষক।" -এ.পি.জে. আবদুল কালাম

Advertisement

* "শিক্ষক একটি মহান শব্দ নয়, বরং একটি মহান প্রতিশ্রুতি।"-জর্জ ওয়াশিংটন কার্ভার

* "যদি তুমি জীবনে সাফল্য অর্জন করে থাকো তাহলে মনেরাখবে তোমার পাশে একজন শিক্ষক ছিলো যে তোমাকে সাহায্য করেছিল।"- বারাক ওবামা

 

Read more!
Advertisement
Advertisement