Advertisement

Happy Teachers day Wishes 2025: হ্যাপি টিচার্স ডে! শিক্ষক দিবসে প্রিয় শিক্ষককে কৃতজ্ঞতা জানাতে পাঠান এই মেসেজ

Teachers day Wishes: আমাদের সমাজের বড় সম্পদ হলেন শিক্ষক। তাঁরা নিজেদের জীবনকে উৎসর্গ করে ভবিষ্যতের নাগরিকদের মনকে গঠন করেন। তাঁদের কৃতজ্ঞতা জানান ভার্চুয়াল মাধ্যমে।

শিক্ষক দিবস ২০২৫শিক্ষক দিবস ২০২৫
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Sep 2025,
  • अपडेटेड 6:13 PM IST

প্রতি বছর ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিনে অর্থাৎ ৫ সেপ্টেম্বর, ভারতে পালন করা হয় শিক্ষক দিবস। তাই এই দিনের মাহাত্ম্য ছাত্র-ছাত্রী তথা তাঁদের শিক্ষক উভয়ের কাছেই অনেক। স্কুল -কলেজ সহ বিভিন্ন শিক্ষাক্ষেত্রে হয় শিক্ষক দিবস উদযাপন। নাচ -গান আনন্দে মেতে ওঠেন গুরু - শিষ্য। এই শিক্ষক দিবসে জীবনের সকল শিক্ষাগুরুর  মুখে হাসি ফোটান।

সমাজ গড়ার কারিগর হলেন শিক্ষক। আদর্শ শিক্ষকের হাত ধরেই তৈরি হয় আদর্শ ছাত্র -ছাত্রী।  আমাদের মনের সব সংশয়, সন্দেহ, অন্ধকার দূর করেন এবং নতুন পথের দিশা দেখান শিক্ষক।  আমাদের সমাজের বড় সম্পদ হলেন শিক্ষক। তাঁরা নিজেদের জীবনকে উৎসর্গ করে ভবিষ্যতের নাগরিকদের মনকে গঠন করেন। তাঁদের কৃতজ্ঞতা জানান ভার্চুয়াল মাধ্যমে। দেখে নিন, হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে কী বার্তা (Teachers Day Messages) দিতে পারেন আপনি। 

 

* বিনম্র শ্রদ্ধায় অবন্ত মোরা, হে মানুষ গড়ার কারিগর। শিক্ষক দিবস ২০২৫! 

* আপনাদের কাছে পেয়েছি শিক্ষার আলো, আপনাদের কাছে শিখেছি মানবতার বাণী। হ্যাপি টিচার্স ডে

* প্রকৃত মানুষ গড়ার কারিগর শিক্ষকরাই। এই শিক্ষক দিবসে সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের জানাই সশ্রদ্ধ প্রণাম। হ্যাপি টিচার্স ডে

* শিক্ষক দিবসে সমস্ত শিক্ষক -শিক্ষিকাদের জানাই প্রণাম। তাঁরাই আমাদের সমাজকে গড়ে তুলেছেন। শুভ শিক্ষক দিবস!

* আপনাদের কাছে পেয়েছি শিক্ষার আলো, আপনাদের কাছে শিখেছি মানবতার বাণী। হ্যাপি টিচার্স ডে... 

 

*  আপনি সর্বদা একজন চমৎকার শিক্ষক ছিলেন, যিনি জানতেন কিভাবে একটি আত্মাকে তার আলো দিয়ে আলোকিত করতে হয়।আমার প্রিয় শিক্ষককে শিক্ষক দিবসের শুভেচ্ছা!

* সমাজ গঠনে অসামান্য অবদানের জন্য সকল শিক্ষক -শিক্ষিকাদের জানাই শুভ শিক্ষক দিবস! 

* সকল শিক্ষক-শিক্ষিকাকে জানাই শিক্ষক দিবসেরঅনেক অনেক শুভেচ্ছা ও শ্রদ্ধা।

Advertisement

*  জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া আপনার হাত ধরেই। আপনিই শিখিয়েছেন কীভাবে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। শিক্ষক দিবসে আপনাকে প্রণাম জানাই। 

* আমাদের ভবিষ্যৎকে আলোকিত করার জন্য আপনার অক্লান্ত পরিশ্রমকে জানাই বিনম্র শ্রদ্ধা। শুভ শিক্ষক দিবস!

 

* প্রতি বছর ৫ সেপ্টেম্বর মানেই ভিড় করে আসা স্মৃতি...হ্যাপি টিচার্স ডে! 

* ধন্যবাদ শব্দটাও খুব ছোটো শব্দ আপনাদেরকে সম্মানিত করার জন্য, আপনারাই আমাদেরকে জীবনের সকল সমস্যার সম্মুখীন হওয়ার রাস্তা দেখিয়েছেন। হ্যাপি টিচার্স ডে।

* আপনি শুধুমাত্র একজন শিক্ষক নন, আপনি একজন শিল্পী, যিনি আমাদের মতো সাধারণ ছাত্রদের অসাধারণ করে তুলেছেন। শুভ শিক্ষক দিবস!

 

* শিক্ষক -শিক্ষিকারা জ্ঞানের দরজা খুলে দিয়ে প্রতিটি ছাত্র - ছাত্রীকে গড়ে তোলেন। হ্যাপি টিচার্স ডে! 

* আমাদের সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে দেওয়ার জন্য আপনার পরিশ্রম ও প্রচেষ্টাকে প্রণাম জানাই। হ্যাপি টিচার্স ডে।

* একজন প্রকৃত শিক্ষক হলেন একটি মোমবাতির মতো-যিনি নিজে প্রজ্বলিত হয়ে ছাত্র-ছাত্রীদের আলো প্রদান করেন। শিক্ষক দিবসের শুভেচ্ছা সকল শিক্ষকদের।

* পুঁথিগত বিদ্যার বাইরেও যে শিক্ষার প্রয়োজন আছে, তা শিখিয়েছেন আপনি। আপনাকে জানাই শিক্ষক দিবসের অনেক শুভেচ্ছা।

 

* শিক্ষকরাই আমাদের চলার পথ দেখান, ঠিক -ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, জীবনের প্রতিটা পদক্ষেপে আমাদের পাশে দাঁড়ান হৃদয় স্পর্শ করে। শিক্ষক দিবসের শুভেচ্ছা! 

* ধন্যবাদ আমাকে খোলা চোখে  স্বপ্ন দেখতে শেখানোর জন্য। ধন্যবাদ, আমায় সঠিক দিশা দেখানোর জন্য। 

* একজন শিক্ষকের প্রচেষ্টা এবং চরিত্রের উপরে যে কোনও দেশের ভবিষৎ নির্ভর করে। টিচার্স ডে -র শুভেচ্ছা! 

 

Read more!
Advertisement
Advertisement